নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : এশিয়া কাপ চলাকালীনই আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে ফেভারিট বলে মন্তব্য করলেন বীরেন্দ্র শেহবাগ। কিন্তু আরও দুই প্রাক্তন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং রোহিতদের সাফল্য নিয়ে ততটা নিঃসন্দেহ নন!
আরও পড়ুন-ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, হালান্ড ও এমবাপে
বৃহস্পতিবার সকালে যুবরাজ ট্যুইট করেন, আমরা সবাই চাই এবার ২০১১ সালের পুনরাবৃত্তি হোক। ২০১১ সালে আমরা চাপের মুখেও আমরা ঘুরে দাঁড়িয়ে কাপ জিতেছিলাম। এবারও দল চাপের মধ্যে রয়েছে। আমাদের হাতে কী যথেষ্ট সময় রয়েছে পরিস্থিতি বদলে দেওয়ার? পাল্টা শেহবাগ ট্যুইট করেন, এবার আমরা চাপ নেব না, চাপ দেব। শেষ তিনটে একদিনের বিশ্বকাপে দেখা গিয়েছে, যারা আয়োজন করেছে, তারাই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১১ সালে ভারত, ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ইংল্যান্ড। এবার আমরা আয়োজন করছি। তাই ভারতের জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-প্রয়াত রাজ্যের প্রাক্তন ডিজিপি অরুণ কুমার গুপ্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এর পরেই আসরে নামেন সৌরভ। তিনি ট্যুইট করেন, এবারের বিশ্বকাপ ভারতে হচ্ছে বলেই কি টিম ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে? নাকি দলটা শক্তিশালী আর আত্মবিশ্বাসী বলে? এটা ঘটনা, আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ইংল্যান্ডে গিয়ে ড্র করেছি। কিন্তু বড় মঞ্চে এই দুটো দলের কাছেই হেরেছি। সৌরভ আরও লিখেছেন, আমাদের দল দারুণ শক্তিশালী। কাপ জেতার সুযোগও রয়েছে। তবে এরজন্য বিশ্বকাপের আগে আমাদের জয়ের রাস্তায় ফিরতে হবে। প্রশ্ন উঠছে, সৌরভ কি তাহলে বলতে চাইছেন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে রোহিতরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামতে পারবেন!