মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । নবজোয়ার কর্মসূচিতে তিনি মানুষের সমস্যার কথা শুনে সমাধান করেছেন। আজ বৃহস্পতিবার পুরুলিয়ার (Purulia) সভা থেকে আবার একবার মানবিকতার প্রমাণ দিলেন অভিষেক। আজ বিকেলে পুরুলিয়ার জনসভায় পৌঁছন তিনি।
আরও পড়ুন-WBBJE: শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ
এদিন মঞ্চে উঠে কালবৈশাখীকে ‘প্রকৃতির আর্শীবাদ’ বলে সম্মোধন করেন অভিষেক। তারপর সাধারণ মানুষের সুবিধা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। নিজের বক্তব্য থামিয়ে প্রথমে প্যাণ্ডেলের বাইরে থাকা জনতাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ডি জোনে বসানো হয় কিছু মানুষকে। অভিষেক বলেন, ‘আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে।’
আরও পড়ুন-কেমন কাটবে জামাইষষ্ঠীর বিকেল?
এদিনও মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যা। এদিন তিনি বলেন, ‘অন্য দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যায়। আর আমরা আগে মানুষের কথা ভাবি।’ অভিষেক আরও বলেন, ‘বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।’
আরও পড়ুন-মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের
২০২৪ সালের লোকসভা ভোট প্রসঙ্গে অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।’
অভিষেক এদিন জানান, ‘আপনাদের সংগঠিত করে আমি দিল্লিতে যাব। আপনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি নিজে অনির্দিষ্টিকালের জন্য অনশন করবো।’ এদিন পুরুলিয়া থেকে কেন্দ্রের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা বকেয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন-মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের
অভিষেক বলেন, ‘অনেক সৌজন্যতা হয়েছে। পুরুলিয়া জেলায় ১২ লাখ জবকার্ড হোল্ডার রয়েছে। এদের সবার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই তৃণমূলের নবজোয়ার শেষ হবে, আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো।…এটাকে সর্বাত্মক করার দায়-দায়িত্ব আমরা। দরকার হলে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অনশনে আমি বসবো। কিন্তু দিল্লি থেকে আপনার প্রাপ্য টাকা আমি ছিনিয়ে আনবো, আমি কথা দিয়ে যাচ্ছি।’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…