মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের

এর ফলেই শিয়ালদহ মেট্রোতে অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। আত্মহত্যার ঘটনা এড়াতে শিয়ালদহ স্টেশনের ট্র্যাকের পাশে কাঁচ লাগানো হয়েছে।

Must read

আজ বৃহস্পতিবার সকালে কলকাতা মেট্রোর (Kolkata metro) ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়। জানা গিয়েছে সকাল ১০ টা ১৯ মিনিটে কালীঘাট মেট্রো স্টেশনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। পাওয়ার সাপ্লাই বন্ধ করে তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও মেট্রো রেলের আধিকারিকরা গিয়েছে। যদিও পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃতের বয়স নাম সুজিত সাউ, বয়স ৪৫। তিনি বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ।

আরও পড়ুন-হুগলির আমের কদর ভিনরাজ্যে, রফতানি বিদেশেও

এই ফলে বৃহস্পতিবার সকালে ব্যহত হয় মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো, কবি সুভাষ স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন (টলিগঞ্জ) পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিসের সময় অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

আরও পড়ুন-টোল-বকেয়া ২ কোটির উপর আদায়ে সক্রিয় পূর্ত দফতর

কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এই প্রথম না, আগেও হয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। এর ফলেই শিয়ালদহ মেট্রোতে অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। আত্মহত্যার ঘটনা এড়াতে শিয়ালদহ স্টেশনের ট্র্যাকের পাশে কাঁচ লাগানো হয়েছে। ট্রেন এলে তবেই সেই কাঁচের দরজা খুলবে।

Latest article