হুগলির আমের কদর ভিনরাজ্যে, রফতানি বিদেশেও

এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের রাজ্যের পাশাপাশি বিদেশেও। ভিনরাজ্য থেকে জেলার আম চালান যাচ্ছে বিদেশে।

Must read

সংবাদদাতা, হুগলি : এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের রাজ্যের পাশাপাশি বিদেশেও। ভিনরাজ্য থেকে জেলার আম চালান যাচ্ছে বিদেশে। ফলে খুশির হওয়া জেলার কৃষক ও ব্যবসায়ী মহলে। আম ব্যবসায়ীরা জানান, এবার হুগলি থেকে আম যাচ্ছে রাজস্থান, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্য ও বিদেশে। রাজ্যে মালদহের পর সব থেকে বেশি আমের চাষ হয় হুগলিতেই। ব্যান্ডেল, সুগন্ধা, চুঁচুড়া-সহ সিঙ্গুরের মাটিতে। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভাল হুগলির আমের।

আরও পড়ুন-টোল-বকেয়া ২ কোটির উপর আদায়ে সক্রিয় পূর্ত দফতর

প্রতি বছর আমবাগানের মালিকদের থেকে লিজ নিয়ে চাষিরা ল্যাংড়া, হিমসাগর, কাঁচামিঠে, মুম্বই-সহ বিভিন্ন প্রজাতির আমের চাষ করেন। সুস্বাদু হওয়ায় জেলার আমের কদর ভাল ভিনরাজ্য থেকে বিদেশেও। ঝড়বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক আম। তাই আগেভাগেই আম পেড়ে নিচ্ছেন চাষিরা। গাছপাকা আম হলে দাম একটু বেশি পাওয়া যায়। এ বছর ফলন বেশি হওয়ায় আমের দাম তুলনামূলক কম। গাড়িভাড়াও ২০ থেকে ২৫ হাজার বেড়েছে।’ ব্যান্ডেল, চন্দননগর, বলাগড়, সিঙ্গুর ও অন্যান্য বাজারে ভাল আম পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির আম ভিনরাজ্য ও বিদেশেও যায়।

Latest article