শীতের রাতেও জনসংযোগে সায়ন্তিকা

আহিরণ ফাঁড়ির ইনচার্জ অরিন্দম সেন কলকাতা থেকে মার্সিডিজ গাড়ির যন্ত্রাংশ আনিয়ে স্থানীয় মেকানিককে দিয়ে ইতিমধ্যে গাড়িটি ঠিক করার ব্যবস্থা করেন

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বালুরঘাটে একটি রাজনৈতিক সভা থেকে কলকাতা ফেরার পথে শুক্রবার রাত ১০টা নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে প্রায় মধ্যরাত পর্যন্ত সুতির আহিরণ এলাকার মানুষের সঙ্গে কথা বলে দলের হয়ে জনসংযোগ মজবুত করে গেলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা, নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর আসা সম্পর্কে অন্ধকারেই ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাত দশটা নাগাদ আহিরণ পেট্রোল পাম্প পৌঁছন। সেখানেই সায়ন্তিকাকে সুতি থানা ও আহিরণ ফাঁড়ির পক্ষে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রায় ২ ঘণ্টা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন।

আরও পড়ুন-নির্মাণকাজ প্রায় শেষ, দ্রুত খুলে যাবে বলরামপুর সেতু

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজের মার্সিডিজ গাড়িতে বালুরঘাট যাচ্ছিলেন অভিনেত্রী। সকল ৬টা নাগাদ আহিরণ পৌঁছনোর পর গাড়ির ফ্যান বেল্টটি নষ্ট হয়ে যায়। ফলে গাড়ি চলছিল না। পুলিশের পক্ষ থেকে অন্য গাড়ি জোগাড় করে তাঁকে বালুরঘাট পাঠানোর ব্যবস্থা করা হয়। আহিরণ ফাঁড়ির ইনচার্জ অরিন্দম সেন কলকাতা থেকে মার্সিডিজ গাড়ির যন্ত্রাংশ আনিয়ে স্থানীয় মেকানিককে দিয়ে ইতিমধ্যে গাড়িটি ঠিক করার ব্যবস্থা করেন। কলকাতা ফেরার পথে রাতে সুতিতে পৌঁছন সায়ন্তিকা। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ খোশমেজাজে গল্প করে রাত বারোটা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেন। আহিরণ পুলিশ ফাঁড়ির কর্তারা তাঁর হাতে তুলে দেন মুর্শিদাবাদের বিখ্যাত নলেন গুড়ের রসগোল্লা। ফেরার আগে সায়ন্তিকা বলেন, ‘কয়েক ঘণ্টা কথা বলে খুব ভাল লাগল।’

Latest article