মুর্শিদাবাদে অভিনব অভিযান ‘স্কুল ডাকছে’

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর : ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে ‘স্কুল ডাকছে’ অভিযান শুরু করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। রাজ্যে প্রথম এই ধরনের অভিযান শুরু হল মুর্শিদাবাদ জেলাতেই। অভিযান উপলক্ষে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে সভার আয়োজন করল জেলা প্রশাসন। সভায় ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরি, ডাঃ পার্থ মুখোপাধ্যায়, অভিনেতা দেবশঙ্কর হালদার, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, মসজিদের ইমাম প্রমুখ।

আরও পড়ুন : কংগ্রেস বেইমান, বলল ফব

সরকারি নির্দেশে বিদ্যালয় খুললেও পড়ুয়াদের দেখা নেই। প্রায় ৫০-৫৫ শতাংশ হাজির হচ্ছে মুর্শিদাবাদের স্কুলগুলিতে। স্থানীয় পঞ্চায়েত থেকে স্বয়ম্ভর গোষ্ঠী, এমনকী আশাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি অভিযান চালিয়েও আশাপ্রদ ফল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ‘স্কুল ডাকছে’ অভিযান শুরু করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বৃহস্পতিবার বহরমপুরের রবীন্দ্রসদন চত্বর থেকে একটি সুসজ্জিত ট্যাবলো পতাকা নেড়ে যাত্রা শুরু করান জেলাশাসক। তিনি বলেন, জেলার ৪৪৪টি বিদ্যালয়ে ৩ লক্ষ ৪৮ হাজার পড়ুয়া রয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে ১ লক্ষ ২২ হাজার পড়ুয়া বিদ্যালয় খোলার প্রথম সপ্তাহে এসেছে। ফলে ওই পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে মাঠে নামার জেরে বর্তমানে প্রায় ৬০ শতাংশ পড়ুয়া আসছে। তাকে ১০০ শতাংশ করতে উদ্যোগ নেওয়া হল। ডাঃ অভিজিৎ চৌধুরি বলেন, মায়েরাই পারেন পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা পাড়ায় পাড়ায় প্রচারে আরও জোর দিলে ১৫ দিনের মধ্যে ফল পাওয়া যাবে। দেবশঙ্কর বলেন, ডাক দেওয়া শুরু হল, সেই ডাক বারবার দিতে হবে। বারবার ডাকলেই পড়ুয়ারা স্কুলমুখী হবে বলে বিশ্বাস করেন তিনি।

Latest article