কংগ্রেস বেইমান, বলল ফব

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : পুরভোটের আগে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের কাছে বিরোধীরা যে দাঁড়াতেই পারবে না, তা এখনই পরিষ্কার। বিজেপি তো প্রায় অস্তিত্বহীন। পুরুলিয়ায় বাম-কংগ্রেস ঘোঁটও ভেস্তে যাচ্ছে। বামেদের অভিযোগ, নিজেদের দলের নেতাদেরই ধরে রাখতে পারে না কংগ্রেস। তাদের টিকিটে জিতে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপিতে গিয়েছেন। কংগ্রেস নিজেই এখন অস্তিত্বের সংকটে। বিপরীতে কংগ্রেসের বক্তব্য, বামেদের সঙ্গে জোট করে লাভ হয় না। তাই এবার পুরুলিয়ার তিন পুরসভায় একাই লড়বে তারা। ফরওয়ার্ড ব্লকও জানিয়ে দিয়েছে, বামফ্রন্টের শরিক দলগুলি ছাড়া কারও সঙ্গে জোটে নেই তারা।

আরও পড়ুন : জঙ্গলেই তৈরি হচ্ছে হাতির খাবার

কয়েকদিন আগে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগের রাজ্য সম্মেলন ছিল ঝালদায়। সেখানে প্রকাশ্য সভায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করবেন না তাঁরা। কংগ্রেসকে বেইমানও বলেছেন তিনি। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়পুর বিধানসভা আসনে জোট ভেঙে প্রার্থী দিয়েছিল। নিজেরা জিততে পারেনি, উল্টে বাম প্রার্থীকে হারিয়েছে। মাঝখান থেকে জিতে গিয়েছে বিজেপি। বৃহস্পতিবার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত বলেন, ‘‘কোনও জোট হবে না। কংগ্রেস পুরভোটে একাই লড়বে।’’ তাঁর অভিযোগ, জোট ভেঙেছে বামেরা। সিপিএম অবশ্য এখনই প্রকাশ্যে জোট না হওয়ার কথা বলছে না। তবে দলের জেলা শীর্ষ নেতৃত্ব বলছেন, কংগ্রেস আগে নিজের দল ধরে রাখুক। তারপর জোট নিয়ে ভাববে। আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কে জোট করল, কে একা থাকল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তৃণমূল একাই তিন পুরসভায় বোর্ড গড়বে।

Latest article