জঙ্গলেই তৈরি হচ্ছে হাতির খাবার

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : লোকালয়ে তাণ্ডব। আক্রমণ। খাবারের সঙ্কট। একঘেয়েমি কাটাতে বারবার জঙ্গল থেকে হাতিদের লোকালয়ে হানা। বিশেষজ্ঞরা বলেছেন এমনটাই। কিন্তু এবার বদলাবে চিত্রটা। লোকালয়ে নয়, জঙ্গল ছেড়ে আর বেরতেই চাইবে না হাতির দল। কারণ তাদের মনের মতো খাবার এবার তৈরি হচ্ছে জঙ্গলেই। হাতির প্রিয় চার প্রজাতির ঘাস লাগানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। এর জন্য বন দফতরের নিজস্ব নার্সারিতে ওই চার প্রজাতির ঘাসের চারা তৈরি করা হয়েছে। সেই ঘাসের চারাগাছগুলি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন  বনাঞ্চলের কোর এরিয়াতে  কয়েক একর জমিতে লাগানো হচ্ছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে যে চার প্রজাতির ঘাস লাগানো হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে ধাড্ডা, চেপ্টি, পুরন্ডি এবং মালসা। এই প্রজাতির ঘাসগুলি হাতির প্রিয় খাবার।

আরও পড়ুন : চা-বাগানের শ্রমিকরা পাবেন ন্যূনতম মজুরি

প্রথম পর্যায়ে রায়ডাক বনাঞ্চলে ৩৫ একর জমিতে ঘাস লাগানো হচ্ছে। এর পর অন্যান্য বনাঞ্চলে একই ভাবে ঘাস লাগানো হবে। ওই ঘাস  হাতির খাবারের এক বিপুল ভাণ্ডারে পরিণত হতে চলেছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধ রাজ সেওয়া জানান, ঘাস ছাড়াও জঙ্গলে বিভিন্ন ফলের গাছও লাগানো হচ্ছে হাতিদের জন্য। ইতিমধ্যে কালচিনি ব্লকের বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে জবরদখল উচ্ছেদ করা হয়েছে হাতিদের করিডর থেকে। তারপরেও জঙ্গল থেকে হাতির পাল বের হলে তাদের তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠাতে তৈরি করা হয়েছে এলিফ্যান্ট স্কোয়াড।

Latest article