মগরাহাটের নেতাজি মূর্তিতে অবমাননার ঘটনায় দাবাং নয়, বরং অভিভাবকের ভূমিকায় এসডিপিও মিথুনকুমার দে

এদিন দাবাং নয়, এসডিপিওকে অভিভাবকের ভূমিকায় দেখে অবাকও হয়েছেন অনেকেই৷ এমন সময় হঠাৎই কান্নায় ভেঙে পড়েন কুকীর্তিতে জড়িত এক অভিযুক্তের মা

Must read

নাজির হোসেন লস্কর: না, এবার দাবাংয়ের ভূমিকায় নয়, একেবারে অভিভাবকের মতো বুঝিয়ে-সুঝিয়ে এলাকাবাসীকে শান্ত করলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুনকুমার দে৷ দিনচারেক আগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক স্কুলে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে দাঁড়িয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের অভদ্র আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়াতে। নিন্দার ঝড় ওঠে সব মহলে৷ এর পরই ডায়মন্ড হারবারের এসডিপিও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখেন। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ আদালত তাদের চারদিনের পুলিশ হেফাজত দিয়েছে৷

আরও পড়ুন-প্রেমে প্রত্যাখ্যান, গায়ে আগুন দিয়ে গবেষক জড়িয়ে ধরলেন সহপাঠীকে

গত শুক্রবার মগরাহাট থানার সীতারামপুর শিক্ষানিকেতন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে দাঁড়িয়ে ভিডিও করে৷ নেতাজির মূর্তিকে থাপ্পড় মারে, কুকথা বলতে শোনা যায় ওই ভিডিওতে৷ সেই ভাইরাল হতেই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে থাকেন নেটিজেনদের একটা বড় অংশ। মাঠে নামেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুনকুমার দে৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে৷
সোমবার মিথুনবাবু মগরাহাটের সিআই সুবীরকুমার বাগ, ওসি আবদুস সামাদ আনসারি, মগরাহাট ২–এর বিডিও শেখ আবদুল্লাহ সহ স্কুলের শিক্ষকদের নিয়ে বৈঠক করেন৷ এদিকে অবমাননাকর এই ঘটনাকে কেন্দ্র করে জড়ো হয় এলাকাবাসী৷ বৈঠক সেরে মিথুনবাবু উপস্থিত হন উত্তেজিত এলাকায়৷ স্থানীয় মোহনপুর মাঠে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা তিনি বলেন৷ এদিন একজন পুলিশ হিসাবে নয়, বরং একজন অভিভাবকের মতো করে বোঝালেন৷

আরও পড়ুন-এবার পেনশনে আপত্তি কেরলের রাজ্যপালের

তিনি এলাকাবাসীকে বোঝান, আমাদের যাঁরা বাক স্বাধীনতা, খাওয়া–পরার স্বাধীনতা এনে দিলেন তাঁদেরকে কোনওভাবে অসম্মান করতে পারি না৷ এই ঘটনার পুনরাবৃত্তি যেন আগামীতে না ঘটে তার জন্য মা–বোন ও ধর্মীয় শিক্ষাগুরুদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাচ্চাদের বোঝান, নেতাজি, বিবেকানন্দ, আবুল কালাম আজাদ সহ বহু মনীষী আছেন যাঁরা আমাদের দেশ ও দশের জন্য কাজ করে গেছেন৷ রবীন্দ্রনাথ, নজরুলকে সম্মান দেওয়ার বিষয়টা যদি আপনারা না শেখাতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা বলতে পারেন৷ তাই আপনারা দায়িত্ব নিন৷ এইসব মনীষীদের জাতি–ধর্ম নির্বিশেষে সবাই সম্মান করেন৷ এঁদের অসম্মান মানে আপনাদের এলাকারই বদনাম৷ তাঁর শান্তসুলভ বোঝানোর চেষ্টা গুরুত্ব সহকারে শুনেছেন উপস্থিত জনতা৷ এদিন দাবাং নয়, এসডিপিওকে অভিভাবকের ভূমিকায় দেখে অবাকও হয়েছেন অনেকেই৷ এমন সময় হঠাৎই কান্নায় ভেঙে পড়েন কুকীর্তিতে জড়িত এক অভিযুক্তের মা৷

আরও পড়ুন-পুরভোটের টিকিট নিয়ে চরম কোন্দল আপে

তাঁকে শান্ত করে মিথুনবাবু বলেন, ছেলে খুবই অবমাননকর এক কাণ্ড ঘটিয়েছে৷ আমরা তাকে গ্রেফতার না করলে বহু মানুষের আক্রোশে পড়ে আরও বিপদ ঘটতে পারত৷ দেশের সংবিধান আইনি সাহায্যের রাস্তা খোলা রেখেছে৷ তাঁকে আশ্বস্ত করে বলেন, আপনারা না পারলে আমরা আপনাকে আইনি সহায়তা করব৷ আমাদের উদ্দেশ্য, আপনার ছেলে যে ভুল করেছে তা সংশোধন করে মূল স্রোতে ফিরুক এবং অন্যরাও জানুক এমন অবমাননকর ঘটনা আইনত দণ্ডনীয় অপরাধ৷

আরও পড়ুন-এনপিএ বেড়েছে ৩৬৫ শতাংশ!

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডে মধ্যরাত পর্যন্ত কান ফাটানো ডিজের আওয়াজ অতিষ্ঠ করে তোলে এলাকাবাসীকে৷ পুলিশ একবার সতর্ক করলেও আয়োজকরা শোনেনি৷ সশরীরে হাজির হয়ে এসডিওপি রীতিমতো হুমকি দিয়ে আয়োজকদের বাগে আনেন৷ অক্টোবরের শেষদিকে রামনগর থানার অন্তর্গত নুরপুর এলাকায় মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷ যা ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করে অস্থিরতায় জল ঢালেন তিনি৷ উস্থি থানা এলাকায় এক শিশু অপহরণের কিনারাও করেন দাবাংয়ের ভূমিকায়৷ আবার মানবিক ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে বহুবার৷ রাতে বেরিয়ে পড়েন রাস্তার অনাহারী ভবঘুরেদের জন্য খাবার–দাবার নিয়ে৷ আজ দেখা গেল একজন অভিভাবকের ভূমিকায়৷ মিথুনবাবুর কথায়, সবরকম মিলিয়ে এমন পথচলাতেই তাঁর আনন্দ৷

Latest article