পুজোর পরই শিলিগুড়িতে শুরু দ্বিতীয় জলপ্রকল্প

দ্বিতীয় পানীয়জল প্রকল্পের জন্য ৫১১ কোটি টাকা ডিপিআর তৈরি হয়। যার মধ্যে প্রথম ধাপের কাজের টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয়েছে সোমবার

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুজোর পরই মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হতে চলেছে শিলিগুড়ির দ্বিতীয় জল প্রকল্পের কাজ। বাম আমলে শিলিগুড়ির দ্বিতীয় পানীয় জল প্রকল্পকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণেই পানীয় জলে সমস্যা দেখা দিয়েছে। তবে পুর নিগমের দায়িত্ব নেওয়ার পরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব দ্বিতীয় পানীয় জল প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেয়।

আরও পড়ুন-সিনেমার পোকা প্রজ্ঞার প্রিয় ক্রিকেটার অশ্বিন

দ্বিতীয় পানীয়জল প্রকল্পের জন্য ৫১১ কোটি টাকা ডিপিআর তৈরি হয়। যার মধ্যে প্রথম ধাপের কাজের টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয়েছে সোমবার। এই বিষয় নিয়ে এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিকদের বলেন, প্রথম ধাপে ২০৪ কোটি টাকার কাজ হচ্ছে। যার ওয়ার্ক অর্ডার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চুক্তি হয়নি। পুজোর পরে চেন্নাইয়ের একটি নামকরা সংস্থা এই কাজ শুরু করবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হবে দ্বিতীয় জল প্রকল্পের কাজ। ৬০ মাসের লক্ষ্যমাত্রা নিয়ে এই কাজ শুরু হবে। পানীয় জল প্রকল্পের বরাদ্দ মোট টাকার মধ্যে ৬২ শতাংশ টাকা রাজ্যে সরকার দিচ্ছে। ৫ শতাংশ টাকা দিচ্ছে পুর নিগম নিজে। এ ছাড়াও কেন্দ্রীয় সরকার ৩৩ শতাংশ টাকা দিচ্ছে।

Latest article