১৪ ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক

Must read

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা করেন। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ ২৪ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে ব্রাত্য বসু বলেন, দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেই আগামী বছরের পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়েছে এবং তা পর্ষদকেও জানিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ ভৌত বিজ্ঞান, ২২ তারিখ অঙ্ক, ২৪ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বছরের মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সবকিছু ঠিক থাকলে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন- ধরাশায়ী রাম-বাম জোট! তমলুকে আরও এক সমবায় তৃণমূলের

এই বছর প্রশ্নফাঁসের চক্রান্ত নিয়েও সরব হয়েছেন মন্ত্রী। আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য তাঁর বার্তা, আমাদের পরীক্ষার্থীদের ধরতে ভাল লাগেনি। কোনও অসাধু চক্রে পা না দিয়ে ভাল করে পড়াশোনা করে আপনারা পরীক্ষা দিন। এই বছর কেউ প্রশ্নপত্র নিয়ে কোনওরকম অভিযোগ করেনি। আগামী বছরও প্রশ্ন একদম পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই তৈরি করা হবে বলেই জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, সারা রাজ্যে সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে।

Latest article