ধরাশায়ী রাম-বাম জোট! তমলুকে আরও এক সমবায় তৃণমূলের

Must read

পূর্ব মেদিনীপুরে পায়ের তলার মাটি হারাচ্ছে বিজেপি, তৃণমূল দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। তার জেরেই আরও একটি সমবায় সমিতির নির্বাচনে জিতল তৃণমূল। ফের আসন সমঝোতা করেও তৃণমূলের কাছে হালে পানি পেল না রাম-বাম জোট। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রিনয়নী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। পরিচালনমণ্ডলীর ক্ষমতা আবারও নিজেদের দখলে রাখল তৃণমূল। বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের ৪১ জন প্রার্থী। তার আগে মনোনয়ন পর্বে আরও দুই সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিতরা। সব মিলিয়ে তৃণমূলের প্রাপ্ত আসন ৪৩। বাকি ১৩টির মধ্যে বিজেপি জিতেছে ৮টিতে, সিপিএম ৫। এখানেও বিজেপি-সিপিএমের মধ্যে গোপন বোঝাপড়া হয়েছিল বলে দাবি তৃণমূলের। তা সত্ত্বেও তৃণমূলের জয় আটকাতে পারেনি বিরোধীরা। যদিও সিপিএম-বিজেপির তরফে আসন সমঝোতার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। কড়া পুলিশি ব্যবস্থায় ভোটগ্রহণ চলে নারায়ণদাঁড়ি ও নয়াবসান প্রাথমিক বিদ্যালয়ে। ১২০০ ভোটারের মধ্যে ভোট পড়ে ৯০ শতাংশ। গণনাপর্ব শেষে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় ৫৪টির মধ্যে ৪১ আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ব্লক তৃণমূলের সভাপতি রাজেশ হাজরা বলেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল। তৃণমূলের হাত ধরেই যাবতীয় উন্নয়ন ঘটেছে ত্রিনয়নী সমবায়ের। সেটা বুঝেছেন বলেই মানুষ বিরোধীদের শত চেষ্টা, প্রলোভন সত্ত্বেও তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছেন। সেই অর্থে এই ব্লকে পরের পর সমবায় নির্বাচনে তৃণমূলের এই ধারাবাহিক জয়কে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- জামতাড়ার মতো কোনও গ্যাংই প্রশ্ন ফাঁসে জড়িত, অভিযোগ ব্রাত্য বসুর

Latest article