বঙ্গ

মুক্তোচাষে সাফল্য দেখছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

সুমন তালুকদার বসিরহাট: মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ নিয়েছেন। তারই অঙ্গ হিসেবে মহিলাদের রোজগার বাড়াতে উত্তর ২৪ পরগনা জেলায় সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাতেই সাফল্যের পাশাপাশি বড় অঙ্কের আয়ের সম্ভাবনা দেখছেন বসিরহাটে মিনাখাঁ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

আরও পড়ুন-দেশে বেড়ে চলেছে নারী ও শিশু নিগ্রহ, অভিষেকের প্রশ্নে স্বীকার করল কেন্দ্র

মিনাখাঁ ব্লকের মালঞ্চ এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা মিলে সরকারি উদ্যোগে এই চাষ শুরু করেছিলেন। প্রথমে তাঁদেরকে সরকারি উদ্যোগে যাদবপুরের বিবি অসপিসিয়াস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তার জন্য সরকারের তরফে ব্যয় হয় ৩ লক্ষ ২০ হাজার টাকা। প্রশিক্ষণ পেয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্থানীয় ৩টি পুকুরে পরীক্ষামূলকভাবে মুক্তো চাষ শুরু করেন। নতুন বছরের শুরুতেই ওই বিশেষ ধরনের ঝিনুক থেকে দুটি করে মুক্তো পাওয়া যাবে। মিনাখাঁর সদ্যপ্রাক্তন বিডিও কামরুল ইসলাম জানিয়েছেন, যে সংখ্যক ঝিনুক ছাড়া হয়েছিল, তার ৮০ শতাংশ বেঁচে আছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, প্রাথমিক অবস্থায় ঝিনুক নষ্টের পরিমাণ একটু বেশি হয়ে থাকলেও পরবর্তী পর্যায়ে এই হার ৫ শতাংশে নেমে আসবে। ফলে আয় ক্রমশ ভাল হবে বলেই আশা করা হচ্ছে। তিনটি পুকুরে মোট ৩০০ ঝিনুক ছাড়া হয়েছিল। হিসেব অনুযায়ী মুক্তো পাওয়া যাবে ৪৮০টি। মুক্তোর ২ ধরনের গ্রেড হয়।

আরও পড়ুন-২৩ ডিসেম্বর শান্তিনিকেতন গৃহে সানাইয়ের সুরে হবে সূচনা ঐতিহ্যের পৌষ-উৎসব 

একটি গ্রেড়ের প্রতিটির দাম ৮০-১৫০ টাকা, অন্য গ্রেডের প্রতিটির দাম ৬০-৮০ টাকা। সেক্ষেত্রে ৪৮০টি মুক্তোর আনুমানিক বাজার দর ৪৮ হাজার টাকা। এই চাষের জন্য খরচ হয়েছে ২০ হাজার টাকা। ফলে লাভের অঙ্ক শতাংশ হিসেবে দাঁড়াবে প্রায় ১৪০ শতাংশ। এই চাষে সাফল্য এলে আরও বেশি সংখ্যক পুকুরে মুক্তো চাষের পরিকল্পনা নেওয়া হবে। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, আমরা পরীক্ষামূলক ভাবে শুরু করেছিলাম মুক্তো চাষ। সাফল্য এলে ভবিষ্যতে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দিয়ে আরও মুক্তো চাষ করানো হবে।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago