চমকাচ্ছে দালাল স্ট্রিট। টানা দু’দিন নজির গড়ল শেয়ার বাজার। রেকর্ড গড়ল সেনসেক্স (Sensex)। মঙ্গলবার বাজার খুলতেই প্রথমবার সেনসেক্সের (Sensex) গণ্ডি ৬৯ হাজার পেরিয়ে গিয়েছিল। বাজার বন্ধের সময় বম্বে সেনসেক্স ছিল ৬৯২৯৬.১৪। একইসঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ১৬৮.৩০ পয়েন্ট বেড়ে পৌঁছয় ২০৮৫৫.১০ -এর স্তরে।
এদিন বাজার খুলতেই অনেকটা বেড়ে গিয়েছে ভোডাফোন, ইয়েস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো সংস্থাগুলোর শেয়ার। একইসঙ্গে লাভ হয়েছে রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ভারতীয় সংস্থার। এই সংস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদেরও দারুণ লক্ষ্মীলাভ হয়েছে।
আরও পড়ুন- পরাজয়ের ‘শাস্তি’! ফল প্রকাশের দু’দিনের মধ্যেই রাজ্য সভাপতির পদ থেকে সরতে বলা হল কমলকে