রাজ্য সঙ্গীত দিয়ে উদ্বোধন হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধন করলেন সলমন খান

আজ শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান

Must read

আজ শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। এবার চলচ্চিত্র উৎসবে প্রথম এলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধে তিনি এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। সূচনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি সমবেতভাবে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর লেখা গানে, ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন দীক্ষামঞ্জরির শিল্পীরা।

আরও পড়ুন-রাজ্য সঙ্গীত দিয়ে উদ্বোধন হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধন করলেন সলমন খান

উদ্বোধনের পর বেজে উঠল অরিজিৎ সিংয়ের গাওয়া থিম সং। বিশেষ অনুরোধে মঞ্চে গানের তালে পা মেলালেন সলমন, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষি, মহেশ ভাট। উৎসাহ দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মঞ্চে তখন বসে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা- সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, সোহম চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক শিল্পী। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্রান্ড অ্যাম্বেসেডর তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী।

আরও পড়ুন-নয়া রেকর্ড সেনসেক্সের! লাভবান হলেন একাধিক সংস্থার বিনিয়োগকারীরা

মুখ্যমন্ত্রী আমন্ত্রণে এর আগে KIFF উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা। এবার এলেন সলমন খান। দেশের সেরা সুপারস্টার আগেও এসেছেন শহরে। ব্যক্তিগত কাজে অথবা অনুষ্ঠানে। সরকারি আমন্ত্রণে এই প্রথম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছিল বিকেল ৪টে। বেলা বারোটার আগেই বিভিন্ন গেটে জমতে শুরু করে ভিড়। সময় যত এগোয়, লাইন তত বাড়ে। পুলিশের তৎপরতা ছিল দেখার মতো। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ। মন্ত্রী, বিধায়ক সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি এসেছিলেন বিদেশি প্রতিনিধিরা। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

Latest article