রিঙ্কু-ঋতুরাজের ব্যাটে সিরিজ জয়

আর সেই রান হাতে নিয়ে দুর্দান্ত বোলিং করলেন বোলাররা। নিট ফল, আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরে নিল ভারত।

Must read

ডাবলিন, ২০ অগাস্ট : স্কোরবোর্ডে বড় রান তুলেছিলেন ব্যাটাররা। আর সেই রান হাতে নিয়ে দুর্দান্ত বোলিং করলেন বোলাররা। নিট ফল, আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরে নিল ভারত। জসপ্রীত বুমরারা প্রথম দু’টি ম্যাচ জিতে আপাতত ২-০-তে এগিয়ে। তৃতীয় ম্যাচ এখন নেহাতই নিয়মরক্ষার।

আরও পড়ুন-ফের কাঠগড়ায় উত্তর প্রদেশ, ৫ বছরের শিশুকে আছাড় মেরে খুন

চমৎকার হাফ সেঞ্চুরি এল ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও শিবম দুবে। চাপের মুখে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য রিঙ্কুই ম্যাচের সেরা। বল হাতে এই ম্যাচেও চেনা ছন্দে পাওয়া গেল বুমরাকে। যা এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে স্বস্তি দেবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের। ১৫ রানে ২ উইকেট নিলেন বুমরা। তাঁর বাড়তি পাওনা অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ সিরিজ জয়। বুমরার পাশে মানানসই প্রসিধ কৃষ্ণ, রবি বিষ্ণোই। দু’জনেই নিলেন দু’টি করে উইকেট। একটি উইকেট অর্শদীপ সিংয়ের।

আরও পড়ুন-অন্ধ্র প্রদেশে ছাত্রীর রহস্য মৃত্যুতে তার নেতাজি নগরের বাড়িতে অরূপ বিশ্বাস, মৃতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

রবিবার ম্যালহাইড পার্কে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে ভারতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয়নি। শুরু থেকেই চালিয়ে ব্যাট করছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ১১ বলে ১৮ রান করে যশস্বী ক্রেগ ইয়ংয়ের শিকার হন। তিন নম্বরে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠান ব্যারি ম্যাকার্থি। আইরিশদের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচেই ব্যর্থ দুই বাঁহাতি ব্যাটার। ৩৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত।

আরও পড়ুন-খরচের নিরিখে দেশে কোন শহর কত নম্বরে, সমীক্ষা রিপোর্টে উঠে এল তথ্য

যদিও ওই পরিস্থিতিতে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও সঞ্জু স্যামসন। কিন্তু তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭১ রান যোগ করার পর এই জুটি ভাঙেন বেন হোয়াইট। ২৬ বলে ৪০ রান করে তাঁর শিকার হন সঞ্জু। অন্যদিকে, হাফ সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণের মধ্যেই আউট হন ঋতুরাজও। ৪৩ বলে ৫৮ রান করে ম্যাকার্থির দ্বিতীয় শিকার হন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে প্রথমবার ব্যাটিং করার সুযোগ পেয়েই নজর কাড়লেন রিঙ্কু । তিনি ২১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন। শিবম দুবে ১৬ বলে ২২ রান করে নট আউট থাকেন। রিঙ্কু-শিবম জুটিতে মাত্র ২৮ বলে যোগ হয় ৫৫ রান।

আরও পড়ুন-সময়ের অনুসারী ছিলেন উৎপল দত্ত

জেতার জন্য ১৮৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। নিজের প্রথম ওভারেই (আইরিশ ইংনিসের দ্বিতীয় ওভার) স্টার্লিং (০) ও লরকান টাকারকে (০) আউট করে দেন প্রসিধ। আইরিশদের জেতার আশা সেখানেই শেষ। বিপর্যয়ের মুখে একা কুম্ভের মতো লড়াই করলেন অ্যান্ডি বালর্বিনি। তবে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। তিনি ৫১ বলে ৭২ করে আউট হন।

Latest article