লাদাখে দাঁড়িয়ে চিনা দখলদারি নিয়ে মোদিকে বিঁধলেন রাহুল

লাদাখের ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন: লাদাখের ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে লাদাখের প্যাংগং হ্রদের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন পুত্র রাহুল। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লাদাখে চিনের দখলদারি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে ১২০০ গাড়ির কনভয় নিয়ে বিজেপি থেকে কংগ্রেসে যোগ

কংগ্রেস সাংসদ বলেন, ভারতের এক ইঞ্চি জমিও চিনের লালফৌজ নিতে পারেনি বলে মোদি সরকার যে দাবি করে তা অসত্য।চিন আমাদের জমি দখল করে নেওয়ায় উদ্বিগ্ন লাদাখের স্থানীয়রা। ওঁরা বলছেন, চিনের লালফৌজ ওঁদের চারণভূমি জবরদখল করে নিয়েছে। অথচ প্রধানমন্ত্রী নিজের মুখ বাঁচাতে মিথ্যা দাবি করে চলেছেন! তিনি বলছেন, ভারতের এক ইঞ্চি জমিও নাকি হাতছাড়া হয়নি! লাদাখের মানুষ জানেন এই দাবি কতটা অসত্য।

আরও পড়ুন-অন্ধ্র প্রদেশে ছাত্রীর রহস্য মৃত্যুতে তার নেতাজি নগরের বাড়িতে অরূপ বিশ্বাস, মৃতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, যে পরিচিতি দেওয়া হয়েছে, তাতে খুশি নন লাদাখের মানুষ। তাঁরা আরও প্রতিনিধিত্ব চান। এলাকায় কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ। রাহুলের কথায়, কোনও রাজ্য আমলাতন্ত্রের মাধ্যমে নয়, জনপ্রতিনিধিদের মাধ্যমে চলা উচিত। আগামী মাসে কার্গিল হিল কাউন্সিলের ভোট। সেই নির্বাচনে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করেছে কংগ্রেস। তার আগে রাহুলের এই লাদাখ-সফর।

Latest article