পরিষেবা তলানিতে, বিকল রেলের বোর্ড

অথচ প্রতিটি প্ল্যাটফর্মে ঘটা করে বোর্ড ঝুলছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার মহম্মদ হাদিয়ুজ জামান প্রথমে কোনও অভিযোগ মানতেই চাননি

Must read

সংবাদদাতা, রামপুরহাট : দিন দিন বাড়ছে রেলের ভাড়া। কিন্তু পরিষেবার মান এসে দাঁড়িয়েছে তলানিতে। এই অভিযোগ রামপুরহাট স্টেশনের যাত্রীদের। অথচ ভারতীয় রেলওয়ের লক্ষ লক্ষ টাকা আয়ের পিছনে পর্যটন ও তীর্থক্ষেত্র তারাপীঠের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু নিম্নমুখী পরিষেবার ব্যাপারে রেলের কোনও হেলদোল নেই। ডিসপ্লে বোর্ডে নেই ট্রেনের নাম ও সময়সূচি।

আরও পড়ুন-রাজ্যের অরণ্য-পর্যটনে মিলবে গাইড সহায়তা

অথচ প্রতিটি প্ল্যাটফর্মে ঘটা করে বোর্ড ঝুলছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার মহম্মদ হাদিয়ুজ জামান প্রথমে কোনও অভিযোগ মানতেই চাননি। তারপর বলেন, ‘সদ্য ডিসপ্লে বোর্ড সারানো হয়েছে।’ এরপর ফোন করে বিকল ডিসপ্লে বোর্ড সম্পর্কে নিঃসন্দেহ হয়ে তিনি শুধু এটুকুই বলেন, ‘ডিসপ্লে বোর্ড কেন অন করা হয়নি সে ব্যাপারটা দেখছি।’

Latest article