টানা বৃষ্টিতে স্বস্তি, ধানরোয়া এগোচ্ছে কৃষকদের

বছর ১ লক্ষ ৮৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হবে বলে কৃষি দফতর জানায়। অবশিষ্ট সময়ের মধ্যে সব জমিতে ধানরোয়া হয়ে যাবে বলে মনে করছেন দফতরের কর্তারা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : গত কয়েকদিন ভারী বৃষ্টি হতেই মুর্শিদাবাদে জোরকদমে ধানরোয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ও সাড়ে ৭ হাজার জমিতে আউশ ধান লাগানো সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি দফতর। অন্যান্য বছর এই সময়ে আউশ ও আমন মিলে এক লক্ষ হেক্টর জমিতে ধান রোয়া হয়ে যায়।

আরও পড়ুন-পরিষেবা তলানিতে, বিকল রেলের বোর্ড

১৫ অগাস্ট পর্যন্ত রোয়ার কাজ চলে। এবছর ১ লক্ষ ৮৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হবে বলে কৃষি দফতর জানায়। অবশিষ্ট সময়ের মধ্যে সব জমিতে ধানরোয়া হয়ে যাবে বলে মনে করছেন দফতরের কর্তারা। জুলাই মাসে বৃষ্টির ব্যাপক ঘাটতির জন্য ধান ও পাট চাষে যে ব্যাপক ক্ষতি হয় সে জন্য পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষি, উদ্যান পালন, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা বুধবার জেলা সফরে আসন। তাঁরা বহরমপুর ও জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করেন।

আরও পড়ুন-রাজ্যের অরণ্য-পর্যটনে মিলবে গাইড সহায়তা

বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরেট বিল্ডিংয়ে দফতরগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। কমিটির চেয়ারম্যান দীনেন রায় বলেন, ‘জুলাই মাসে প্রয়োজনীয় ২৩২ মিমি বৃষ্টির বদলে মাত্র ৬৮ মিমি বৃষ্টি হয়েছে। বিপুল ঘাটতির জন্য ধান ও পাট চাষের ক্ষতি ছাড়া অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন দফতরের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি। এরপর যাব নদিয়া। বিস্তারিত রিপোর্ট বিধানসভার স্পিকারের কাছে পেশ করা হবে।’

Latest article