সংবাদদাতা, রায়গঞ্জ : ৫ জুন মেয়াদ উত্তীর্ণ হবে পুরসভার। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু সাধারণ মানুষ যেন কোনওভাবেই পরিষেবা থেকে ব্রাত্য না হন সেই বিষয়টি মাথায় রেখে প্রশাসক বসানো হতে পারে রায়গঞ্জ পুরসভায়। পুর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বর্তমান চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকেই এই পুরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হোক এমনটাই চাইছে দলীয় কর্মীদের একাংশ।
আরও পড়ুন-ভোট হবে রাজ্য পুলিশ দিয়েই
লাগাতার শহর এলাকায় করা উন্নয়নের নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সবটাই ঠিক করবে দলের রাজ্য নেতৃত্ব। এমনটাই জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল। উল্লেখ্য, ২৫ মার্চ ২০১৭ সালে এই পুরসভায় নির্বাচন হয়েছিল। বোর্ড দখল করেছিল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান নিযুক্ত করা হয় সন্দীপ বিশ্বাসকে। তারপর থেকেই লাগাতার এই বোর্ড কাজ করে চলেছে।