ভোট হবে রাজ্য পুলিশ দিয়েই

ভাটপাড়ার ৩ নং ওয়ার্ডে, চন্দননগরের ১৭ নং ওয়ার্ডে, দক্ষিণ দমদমের ২৯ নং ওয়ার্ডে এবং দমদমের ৪ নং ওয়ার্ডে হবে নির্বাচন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। ২৭ মে নির্বাচনের বিজ্ঞপ্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জুন। ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ দিন ৪ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ৭ জুন।

আরও পড়ুন-কান্নায় ভেঙে পড়ল গ্রাম

বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ভোটের জন্য নিরাপত্তায় থাকছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। তবে এখনও পর্যন্ত কত বাহিনী মোতায়েন করা হবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠক করে জানান, শুক্রবার সকাল ১০টায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা ৭ জুনের মধ্যে করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন। ভোট গ্রহণ ইভিএম মেশিনে হবে বলেও এদিন কমিশনের তরফে জানানো হয়। ২৬ জুন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নং ওয়ার্ডে এবং পানিহাটিতে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নং ওয়ার্ডে উপনির্বাচন হবে।

আরও পড়ুন-ঘূর্ণাবর্তে রাজ্যে বাড়বে গরম

ভাটপাড়ার ৩ নং ওয়ার্ডে, চন্দননগরের ১৭ নং ওয়ার্ডে, দক্ষিণ দমদমের ২৯ নং ওয়ার্ডে এবং দমদমের ৪ নং ওয়ার্ডে হবে নির্বাচন। করোনা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। একনজরে মহকুমা পরিষদের মোট আসন ৯টি। চারটে পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৬৬টি। ২২টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৬২ আসন রয়েছে। চারটি ব্লকে মোট পোলিং স্টেশন আছে ৬৫৭। মনোনয়ন জমা শুরু ২৭ মে থেকে। মনোনয়ন জমার শেষ দিন ২ জুন। স্ক্রুটিনি হবে ৪ জুন। মনোনয়ন প্রত্যাহার ৭ জুন। নির্বাচন হবে ২৬ জুন। গণনা ২৯ জুন। নকশালবাড়ি, মাটিগাড়া, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া চারটি ব্লকে ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৯৩৮। পুরুষ ভোটার ২ লক্ষ ৬৪ হাজার ৪৬৭, মহিলা ভোটার ২ লক্ষ ৬৩ হাজার ৪৬৮। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩। মাটিগাড়া ব্লকে ১ জন ও খরিবাড়ি ব্লকে ২ জন।

Latest article