কাঁচাবাড়িতে থেকেও স্ত্রীর নাম বাদ দিয়ে দৃষ্টান্ত স্থাপন

নিজে থাকেন মাটির বাড়িতে। সংসারে নিত্য অভাব। কৃষিকাজ করে কোনওরকমে সংসার চলে। তবু জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন সৎভাবে

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: সততার নজির। নিজে থাকেন মাটির বাড়িতে। সংসারে নিত্য অভাব। কৃষিকাজ করে কোনওরকমে সংসার চলে। তবু জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন সৎভাবে। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা থেকে স্ত্রীর নাম বাদ দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা সফিকুল হক।

আরও পড়ুন-নতুন রাস্তার উদ্বোধনে গ্রামে পিকনিকের আবহ

ইটাহার থানার সুরুন ১ পঞ্চায়েত দফতরের ডামডোলিয়া সংসদের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা এলাকার নেতৃত্ব সফিকুল হক তাঁর স্ত্রী নুরজাহান নেশার নাম আবাস যোজনার নামের তালিকায় নাম ওঠে। পঞ্চায়েত সদস্য সফিকুল হক বলেন, ২০১৮ সালে আবাস যোজনার সার্ভে করা হলে আমার কাঁচাবাড়ি দেখে আমার স্ত্রী নুরজাহান নেশার নাম দেওয়া হয়। যদিও আমার সংসদে দরিদ্র মানুষের বাস। তাদের অনেকেরই কাঁচাবাড়ি। কিন্তু আবাস যোজনায় তাঁদের নাম নেই। তাই গ্রামের সাধারণ মানুষের পাশে থাকতে আমিও আবাস যোজনার নামের তালিকায় আমার স্ত্রীর নাম বাদ দিতে ও সকল প্রকৃত প্রাপকদের নাম তোলার জন্য বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত আকারে জানিয়েছি। জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। আমি তা পালন করেছি।

Latest article