সংবাদদাতা, জলপাইগুড়ি : ছয়টি ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাতটি হাতি। পাচারের উদ্দেশ্যে অরুণাচল থেকে গুজরাত নিয়ে যাবার পথে ধরে ফেললেন বনকর্মীরা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তিস্তা সেতুর কাছে হাতি সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ ১৮ জনকে আটক করেছে বন দফতর। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন-গন্ডার শুমারের জন্য প্রশিক্ষণ বনকর্মীদের
সাতটি হাতির মধ্যে ছয়টি পুরুষ এবং একটি মাদী হাতি রয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে অসম-বাংলা সীমান্তের বারোবিশায় পাচারের আগে ক্যাঙারু সহ একটি ট্রাক আটক করে পুলিশ। বর্তমানে আলিপুর চিরিয়াখানায় রাখা হয়েছে ক্যাঙারুটিকে। হাতিগুলির দায়িত্বে থাকা অসমের পশু চিকিৎসক ডাঃ আহমেদ জাহান জানান, এই হাতিগুলি অরুণাচল প্রদেশের আলাদা আলাদা ব্যক্তির ছিল। তারা এই হাতিগুলিকে গুজরাতের রাধেকৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ওয়েলফেয়ার ট্রাস্টকে দান করেছেন। হাতিগুলিকে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ কাগজপত্র থাকলে সেগুলিকে ছেড়ে দেওয়া হবে। এদিন ঘটনাস্থলে গিয়ে হাতিগুলির শারীরিক বিষয় খতিয়ে দেখেন বন দফতরের পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল।