গন্ডার শুমারের জন্য প্রশিক্ষণ বনকর্মীদের

২৯ মার্চ থেকে শুরু হচ্ছে গন্ডার শুমার। উত্তরবঙ্গের গরুমারা এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে এই শুমার হবে, চলবে ৩০ মার্চ পর্যন্ত।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে গন্ডার শুমার। উত্তরবঙ্গের গরুমারা এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে এই শুমার হবে, চলবে ৩০ মার্চ পর্যন্ত। এই শুমারের জন্য মঙ্গলবার থেকে বনকর্মীদের নিয়ে কর্মশালা ও প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে মূর্তিতে। তিনদিন চলবে প্রশিক্ষণ। শুমারের দলটিতে বনকর্মীদের সঙ্গে থাকছেন বেশ কিছু স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যও বলে বনদফতর সূত্রে খবর।

আরও পড়ুন-বাংলার অস্মিতাকেই তুলে ধরলেন শিক্ষামন্ত্রী, রাজ্যের সব শিক্ষক পদে নিয়োগ শীঘ্রই

তবে শুধু এই দুই জাতীয় উদ্যানই নয়, মহানন্দা অভয়ারণ্য, জলপাইগুড়ি ডিভিশন, বৈকুণ্ঠপুর ও কোচবিহার ডিভিশনের কিছু অংশেও গন্ডার শুমার করা হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। তিনটি পদ্ধতিতে গণনা করা হবে, প্রথম সরাসরি দেখে, দ্বিতীয় হল পায়ের ছাপ দেখে, তৃতীয় ডাং-এর নমুনা সংগ্রহ করে। ২০১৯ সালে শেষবার গন্ডার শুমার হয়েছিল। সেই সময় জলদাপাড়া জাতীয় উদ্যানে ২৪৯টি এবং গরুমারা জাতীয় উদ্যানে ৫১টি গন্ডার ছিল। এবার গণনায় এই সংখ্যা বাড়বে বলে আশা বন দফতরের। কারণ এবার বনকর্মীরা বনে টহল দেওয়ার সময় গন্ডারের সঙ্গে বেশ কিছু শাবক দেখতে পান। খুব স্বাভাবিক ভাবেই এই সংখ্যা বাড়বে বলে ধরেই নেওয়া যায়।

Latest article