বাংলার অস্মিতাকেই তুলে ধরলেন শিক্ষামন্ত্রী, রাজ্যের সব শিক্ষক পদে নিয়োগ শীঘ্রই

কীভাবে হবে তা এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে নিয়োগ নিয়ে যে কিছু সমস্যা আছে সেকথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Must read

প্রতিবেদন : রাজ্যে খুব দ্রুত শুরু হবে শিক্ষক নিয়োগ। আগামী দিনে কোনও শূন্যপদ থাকবে না। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথেই যে শিক্ষক নিয়োগ হবে, তাও স্পষ্ট করে দেন তিনি। ব্রাত্য বসুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি।

আরও পড়ুন-বিশ্ববাংলা লোগো রাজ্যেরই প্রতীক

কীভাবে হবে তা এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে নিয়োগ নিয়ে যে কিছু সমস্যা আছে সেকথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর তাৎপর্যপূর্ণ ঘোষণা, নিয়োগের ক্ষেত্রে নিজের এলাকাতেই মিলবে চাকরি। নিজের জেলা, সদর, মহকুমাতে যাতে স্থানীয় মেধাবীদের স্কুলে পড়ানোর সুযোগ করে দেওয়া যায়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য একটি পোর্টালও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Latest article