বিশ্ববাংলা লোগো রাজ্যেরই প্রতীক

নীল-সাদা স্কুল ইউনিফর্ম নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Must read

প্রতিবেদন : নীল-সাদা স্কুল ইউনিফর্ম নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে দিলেন, এটা আদৌ কোনও চাপিয়ে দেওয়া বিষয় নয়। বিশ্ববাংলা লোগো কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পত্তি নয়। এটা সরকারের প্রতীক। মঙ্গলবার বিধানসভায় এক দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উত্তরে একথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ করালেন মন্ত্রী, হুগলি নদীর পাড় ধসে আতঙ্ক

বিশ্ববাংলা লোগোর তাৎপর্য ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাকে বিশ্বস্তরে উন্নীত করার এ এক মহান প্রয়াস। এখানে মূল বিষয়টা বঙ্গ অস্মিতা। এই লক্ষ্যেই এগিয়ে চলেছে রাজ্য। অসম, গুজরাত, উত্তরপ্রদেশের তুলনা টেনে শিক্ষামন্ত্রীর যুক্তি, সেখানেও নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম চালু করা হয়েছে। খাঁকি প্যান্টে সংঘের প্রতিফলন স্পষ্ট। কিন্তু, বাংলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বঙ্গ অস্মিতার প্রশ্ন। বাঙালি নয়, বঙ্গ অস্মিতার দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিবেচনা করুন। সংকীর্ণ রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে আসুন। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য বিরোধীরা কোনওভাবেই খণ্ডন করতে পারেনি। তবে বঙ্গ অস্মিতা নিয়ে শিক্ষামন্ত্রী এদিন বিধানসভায় বাংলার সাফল্যকেই তুলে ধরেছেন তাঁর একাধিক অকাট্য যুক্তিতে।

Latest article