প্রতিবেদন : জলবায়ু পরিবর্তনের জের টের পাচ্ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। ২০২১ সাল ছিল গত ১৫০ বছরে বিশ্বের ষষ্ঠ উষ্ণতম বছর। জলবায়ুর পরিবর্তনের কারণে ভারতের মরুরাজ্য রাজস্থান বন্যায় ভাসছে। অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহ পুড়ছে ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, চিনের মত একাধিক দেশ। এই সমস্ত দেশের তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
আরও পড়ুন-মরুরাজ্যে কলেজ চত্বরে গণধর্ষণ দলিত নাবালিকাকে
আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিনে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার প্রবল তাপপ্রবাহ চলছে। আগামী দিনে এই তাপমাত্রা আরও বাড়বে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। প্রবল গরমের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দাবানল। একই কারণে কানাডাতেও দাবানল চলছে। বিগত ৭-৮ বছর ধরে একটানা খরা চলছে ইউরোপে।
আরও পড়ুন-চলছে বৃষ্টি, উত্তর ভারতের বন্যা-পরিস্থিতি উদ্বেগজনক
আবহাওয়াবিদরা মনে করছেন, গত দু’হাজার বছরে এটি একটি রেকর্ড। গোটা ইউরোপ মহাদেশে বাড়ছে তাপপ্রবাহের ঘটনা। ইতালিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। রোম-সহ ইতালির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বিশ্ব উষ্ণায়নের কারণেই এটা হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।