চলছে বৃষ্টি, উত্তর ভারতের বন্যা-পরিস্থিতি উদ্বেগজনক

এদিন দিল্লির বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। নতুন করে যমুনার জল স্তর সামান্য বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার নিচ দিয়েই বইছে

Must read

প্রতিবেদন : বৃষ্টির যেন বিরাম নেই। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের একাংশে এখনও বৃষ্টি চলছে। বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশেও। একটানা প্রবল বৃষ্টির কারণে হিমাচল ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে কমলা সতর্কতা জারি করেছ আবহাওয়া দফতর।

আরও পড়ুন-আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, অসমের সীমা পুনর্বিন্যাস

সোমবার উত্তরাখণ্ডের দেবপ্রয়োগে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। অলকানন্দা নদীর উপর তৈরি বাঁধ থেকেও জল ছাড়া হয়েছে। যে কারণে হরিদ্বারেও জলস্তর যথেষ্ট বেড়েছে। প্রবল বৃষ্টির কারণে হরিদ্বারে ছোট বড় ৯ টি সেতুর বড় মাপের ক্ষতি হয়েছে। ধস নেমে ভেঙে গিয়েছে জোশীমঠ ও মালারি রোডের উপর একটি সেতু।

আরও পড়ুন-কোথা থেকে আসছে টাকা

অন্যদিকে সোমবার মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলুতে মারা গিয়েছেন একজন। নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন। কুলুর কাইস এবং নিয়োলি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। হিমাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির কারণে চারটি জেলায় সর্তকতা জারি হয়েছে। এদিন দিল্লির বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। নতুন করে যমুনার জল স্তর সামান্য বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার নিচ দিয়েই বইছে। সোমবার দুপুর একটা নাগাদ যমুনার জল স্তর ছিল ২০৫.৮৪ মিটার। তবে দিল্লির আইটিও চত্বর এখনও জলমগ্ন হয়ে রয়েছে।

আরও পড়ুন-পুজোর আগেই শেষ হবে মেরামতি

বিপর্যস্ত অসম, অরুণাচল: গত কয়েক দিনের বৃষ্টিতে অসম ও অরুণাচল প্রদেশের বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। অসমে গৃহহীন হয়েছেন প্রায় এক লাখ মানুষ। প্রবল বৃষ্টিতে অরুণাচল বেশ কয়েকটি রাস্তায় ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে পাসিঘাট ও পাংগিনের মধ্যে যান চলাচল।
মুম্বইয়ে বৃষ্টি: এদিন প্রবল বৃষ্টি হয়েছে মুম্বইয়ের একাংশেও। আবহাওয়া দফতর আগেই দেশের বাণিজ্যিক রাজধানীতে হলুদ সর্তকতা জারি করেছিল। মঙ্গলবারও মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন-কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর বাঁচিয়ে দিল মহিলাকে

মৌসম ভবনের পূর্বাভাস: আগামী কয়েকদিন উপকূলবর্তী অন্ধপ্রদেশ এবং পুদুচেরিতে অতি ভারী বৃষ্টি হবে। ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ও তৈরি হতে পারে। মোবাইল নিষিদ্ধ: কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। মন্দিরের ছবি বা ভিডিও তোলা যাবে না বলে জানিয়ে দিল প্রশাসন।

Latest article