রোহিতের উইকেট পেয়ে খুশি : শাহিন

সম্প্রতি চোট সারিয়ে মাঠে ফিরেই বল হাতে আগুন ঝরাচ্ছিলেন।

Must read

ক্যান্ডি, ২ সেপ্টেম্বর : সম্প্রতি চোট সারিয়ে মাঠে ফিরেই বল হাতে আগুন ঝরাচ্ছিলেন। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচে জ্বলে উঠে শাহিন আফ্রিদি বুঝিয়ে দিলেন, ভারতের মাটিতে বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতে তৈরি তিনি।

আরও পড়ুন-৩১ ডিসেম্বরের আগেই মহকুমা হবে ধূপগুড়ি

ক্যান্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত মহারণে শুরুতেই ভারতীয় টপ অর্ডারে ভাঙন ধরিয়ে তাদের চাপে ফেলে দেয় পাকিস্তানের পেস ত্রয়ী। শাহিন শুরুতে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া রোহিত শর্মা ও পাক ম্যাচে বরাবর সফল বিরাট কোহলির উইকেট তুলে ভারতকে জোর ধাক্কা দেন। দু’জনকেই বোল্ড করেন বাঁ-হাতি পাক পেসার। পরে দুরন্ত হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার উইকেটও নেন শাহিন। ৪ উইকেট নেওয়া শাহিন ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর জানান, বিরাটের থেকে রোহিতের উইকেট পেয়ে বেশি খুশি হয়েছেন। বেশ উপভোগ করেছেন মুহূর্তটা।

আরও পড়ুন-আত্মহত্যার প্ররোচনা, ধৃত প্রধান শিক্ষক

শাহিনের কথায়, শুরুতে ভারতীয় টপ অর্ডারে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। আমার কাছে বিরাট, রোহিত দু’জনের উইকেটই গুরুত্বপূর্ণ। দু’জনেই আমার কাছে সমান। কিন্তু রোহিতের উইকেট আমার বেশি পছন্দ হয়েছে। ওকে আউট করে মুহূর্তটা উপভোগ করেছি।
শুরুতে শাহিন অবশ্য কয়েকটি বাউন্ডারি দিয়েছিলেন ভারত অধিনায়ককে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দ্বিতীয়বার শুরু হলে ছন্দে ফেরেন পাক তারকা পেসার। এদিকে, পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও ঈশান কিসানের জুটিতে ভারতের ম্যাচে প্রত্যাবর্তন দেখে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেডেন। তিনি বলেন, যেন অধিনায়কোচিত ইনিংস খেলল হার্দিক। অধিনায়ক হিসেবে রোহিত এমন ইনিংস খেলতে পারেনি। হার্দিক সেটা করে দেখাল। দারুণ ব্যাট করল ঈশানও।

Latest article