এই বছরে দুটো হাজার কোটির ছবি দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)- পাঠান আর জওয়ান (Pathan and Jawan)। মনে করা হচ্ছে, কিং খানের উপর আসতে পারে মৃত্যুর হুমকি। এই অবস্থায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কিং খানকে দেওয়া হল Y+ নিরাপত্তা। শাহরুখ সবসময় তাঁর দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন। মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন। শুধু নিজের রাজ্যে নয়, ভারত-জুড়ে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে।
আরও পড়ুন-করমণ্ডল দুর্ঘটনায় দাবিহীন ২৮ দেহ, গণদাহ হওয়ার সম্ভাবনা
কিং খানের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে এমপি ৫ মেশিনগান,একে ৪৭ অ্যাসল্ট রাইফেল এবং গ্লক পিস্তল। শাহরুখের বাসভবন মন্নতেও ৪ জন সশস্ত্র পুলিশ পাহাড়া দেবে। কিন্তু এই নিরাপত্তার খরচ শাহরুখ খানকেই বহন করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে পরপর দুটি হিট দেওয়ার পর শাহরুখের জীবনের হুমকি অনেকটাই বেড়ে গিয়েছে।
আরও পড়ুন-সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ১৪০
ভিআইপি নিরাপত্তার স্পেশ্যাল আইজিপি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে, সিনে অভিনেতা শাহরুখ খানকে Y+ নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অভিনেতা নিজেই ইউনিট কমান্ডারদের অর্থপ্রধান করবেন। উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’