প্রতিবেদন : খড়দহের দক্ষিণপল্লির ষাটোর্ধ্ব শিবাণী চক্রবর্তী লড়ছেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে। তাঁর শেষ ইচ্ছা, স্বপ্নের নায়ক শাহরুখ খানকে সামনে থেকে দেখা। সপ্তাহ খানেক আগে সংবাদমাধ্যমের সামনে নিজের সেই ইচ্ছা জানিয়ে বৃদ্ধার কাতর আর্জি ছিল, ‘‘মরার আগে শাহরুখকে একবার দেখতে চাই, ওঁকে মাছের ঝোল রেঁধে খাওয়াতে চাই।’’ ভক্তের ডাকে সাড়া দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ। সোমবার রাতে ভিডিও কলে ‘জবরা ফ্যান’ শিবাণীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন শাখরুখ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আপ্লুত হজযাত্রীরা
শিবাণীকন্যা জানান, ‘‘মায়ের সঙ্গে শাহরুখ স্যারের বিস্তারিত কথা হয়েছে। আমার সঙ্গেও কথা বলেন উনি। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন, জানান মায়ের জন্য প্রার্থনা করবেন, মায়ের চিকিৎসায় সবরকম সাহায্য করবেন।’’ জানা গিয়েছে, কলকাতায় এলে শিবাণী দেবীর সঙ্গে দেখা করে তাঁর হাতের মাছের ঝোল খাওয়ার কথাও দিয়েছেন শাহরুখ। প্রতিশ্রুতি পেয়ে খুশিতে ডগমগ শিবাণী দেবী। শিবাণী চক্রবর্তীর শয়নে-স্বপনে-জাগরণে শুধুই শাহরুখ খান। ঘরভর্তি শাহরুখের ছবি, ফিল্মের পোস্টার। ক্রিকেটে ঝোঁক না থাকলেও শুধুমাত্র শাহরুখের জন্যই কেকেআরের প্রতিটা ম্যাচ দেখেন তিনি। গলা ফাটান নাইট বাহিনীর জন্য। শাহরুখের কোনও ছবিই মিস করেন না তিনি।
আরও পড়ুন-বকেয়া আদায় আন্দোলনের ঢেউ পৌঁছবে দিল্লিতেও
‘পাঠান’ মুক্তির পর হুইল চেয়ারে বসে হলে দেখতে গিয়েছিলেন। বাজিগর দেখে মেয়ের নাম রাখেন ‘প্রিয়া’। তিন দশক ধরে শাহরুখ পুজো চলছে খড়দার চক্রবর্তী পরিবারে। ভক্তের ডাকে অবশেষে সাড়া দিলেন রাজা। প্রসঙ্গত, ২০২১ সালে কোমরের অপারেশন হয় শিবাণী দেবীর। সেই সময়ই তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। কলকাতা মেডিক্যাল কলেজে দীর্ঘদিন চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যে ১০টি কেমো হয়েছে। তবে ফিরে আসার খুব বেশি সম্ভাবনা নেই, জানিয়েছেন চিকিৎসকেরা। মৃত্যুর আগে শাহরুখ-সাক্ষাতের দরবার করে ইচ্ছেপূরণ হতে চলেছে তাঁর।