সংবাদদাতা, বালুরঘাট : মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই হিলি পরিদর্শনে গেলেন বহুজাতিক সংস্থার চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। মঙ্গলবার রায়গঞ্জে দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিলি ব্লকের খোঁজ নেন যুগ্ম বিডিও এবং হিলি থানার আইসি-র কাছ থেকে। এরপরই তিনি হিলি পরিদর্শনের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার শঙ্করবাবু পৌঁছে যান হিলিতে। আমদানি, রফতানি নিয়ে কথা বলেন।
আরও পড়ুন : অভিনব চিকিৎসা টেলিমেডিসিনে সাড়া
সীমান্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। হিলি ব্লকের বালুপাড়া এলাকার ট্রাক টার্মিনাসও পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন হিলি থানার আইসি গণেশ শর্মা, হিলি পঞ্চায়েত সমিতির শুভঙ্কর মাহাতো। সরেজমিনে পরিদর্শনের পর শঙ্কর চক্রবর্তী বলেন, কাস্টমস অফিস ঘুরে দেখে আমদানি-রফতানির বিষয়ে খোঁজ নিয়েছি। ব্যবসায়ী এবং সীমান্ত লাগোয়া মানুষদের বিএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সীমান্তে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।