অভিনব চিকিৎসা টেলিমেডিসিনে সাড়া

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ভুটান সীমান্ত ঘেঁষা রায়মাটাং ডিপো ও গাঙ্গুটিয়া বনবস্তি থেকে গ্রামের সুস্বাস্থ্যকেন্দ্রে সকাল সকাল এসে হাজির বেশ কয়েকজন মহিলা। কোলে শিশু। চিকিৎসার জন্য এসেছেন তাঁরা। নদী, জঙ্গল পেরিয়ে অসুস্থ বাচ্চাদের নিয়ে গ্রামীণ হাসপাতালে যাওয়াও খুব সহজ নয়। তাই তাঁরা সকাল সকাল গ্রামের সুস্বাস্থ্যকেন্দ্রে হাজির টেলিমেডিসিন পরিষেবা নিতে।

আরও পড়ুন : শিলিগুড়ির বুকেই হবে নতুন শিলিগুড়ি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প আশীর্বাদ হয়ে এসেছে এই সমস্ত বনবস্তি,পাহাড়, জঙ্গল, চা-বাগান ও নদী ঘেরা দুর্গম প্রান্তিক এলাকার মানুষদের জন্য। জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দেন। তিনি বলেন, “আমরা প্রতিনিয়ত খুব সাফল্যের সঙ্গে এই পরিষেবা জেলার দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি, এতে তাঁরা খুব সহজেই জেলা সদর থেকে দূরে থেকেও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পেয়ে যাচ্ছেন, তাঁদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হচ্ছে।” অগাস্ট মাসে চালু হওয়া এই পরিষেবা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে। জেলার প্রায় ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার মোট ৯৯টি সুস্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা দিচ্ছেন।

Latest article