প্রতিবেদন সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান। নির্লজ্জ ও অশোভনীয় দৃশ্য। একুশের ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পর ফের বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করল গেরুয়াবাহিনী। অনুষ্ঠান শেষে বিরোধী দলনেতার বিবৃতিতে বিজেপির শুধু অসহায়তার কথা ধরা পড়েছে তাই নয়, দলবদলু-গদ্দারের অশিক্ষা, রুচিহীন মানসিকতা মানুষ চাক্ষুষ করেছেন।
আরও পড়ুন-৫ প্রকল্পের ৪টিই তাঁর হাত ধরে, স্মৃতিচারণে মুখ্যমন্ত্রী
বাংলার রাজনৈতিক মহল তো তাতে ক্ষুব্ধই, ক্ষোভের আগুন জ্বলছে বিজেপির অন্দরেই। অনুষ্ঠান শেষে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বললেন, এ আবার কী? জয় শ্রীরাম স্লোগান এখানে হয় নাকি? বিরোধী দলের চিফ হুইপ মনোজ টিগ্গা আরও এক কদম এগিয়ে বলেছেন, পাড়ার সব নেতারা ঢুকল কী করে? আরপিএফ কী করছিল? ওদের জন্যই বন্দে ভারতের অনুষ্ঠান কলঙ্কিত হল। লক্ষ্য কে, টিগ্গা পরিষ্কার করে দিয়েছেন। বিজেপির এক মহিলা সাংসদ ঘনিষ্ঠ মহলে বলেছেন, এসব ভাড়া করা লোক এনে নোংরামি হল। বন্দে ভারত নয়, আলোচনায় এখন মুখ্যমন্ত্রীর অপমান। লাভ সেই তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিকভাবে অপরিপক্ক হলেই এমন অবিমৃশ্যকারী আচরণ করা যায়।