প্রতিবেদন : বিলকিস বানো (Bilkis Bano Case) ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনকে সংবর্ধনা দেওয়া কি হিন্দুত্ব সংস্কৃতির মধ্যে পড়ে? সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ধর্ষকদের মুক্তি দেওয়া কি কৃতিত্বের কাজ? বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি ও সংবর্ধনা নিয়ে দলীয় মুখপত্র সামনায় গুজরাতের বিজেপি সরকারকে লক্ষ্য করে এই প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সড়ক দিয়ে ভারতে পৌঁছচ্ছে জ্বালানি
রবিবার সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বিলকিস বানোর (Bilkis Bano Case) ধর্ষকদের মুক্তি ও সংবর্ধনা শুধু হিন্দু-মুসলিমের বিষয় নয়। এর সঙ্গে ভারতীয় সংস্কতি জড়িয়ে রয়েছে। কোন যুক্তিতে ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের সংবর্ধনা দেওয়া হল? যারা এই সংবর্ধনা দিল তাহলে তারা কি দোষীদের সমর্থন করছেন? ধর্ষকরা কি আদৌ এই সম্মান পাওয়ার অধিকারী? ধর্ষণে দোষীদের সংবর্ধনা দেওয়া কি হিন্দুত্ব সংস্কৃতির মধ্যে পড়ে? এই ধর্ষণের ঘটনায় দোষীদের সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সমালোচনায় রীতিমতো জেরবার গুজরাত সরকার। অনেকেই এই ঘটনাকে দেশের লজ্জা বলে উল্লেখ করেছেন। যদিও এত নিন্দার পরেও বিজেপি কোনও প্রতিক্রিয়া জানায়নি। যে কোনও বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সরব থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই ঘটনায় তাঁর মুখ থেকে একটি শব্দও শোনা যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে বিলকিসের স্বামী অজ্ঞাতপরিচয় স্থান থেকে বলেছেন, তাঁরা রীতিমতো আতঙ্কে ভুগছেন।