লাহোর, ২২ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার দুবাইয়ে মহারণের আগে ওয়াঘার ওপারের প্রাক্তনদের অনেকেই শুধু ভারতকে এগিয়েই রাখছেন না, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমনই একজন হলেন শোয়েব আখতার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলে দিলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের প্রতি ভালবাসা রয়েছে পাকিস্তানের। ভারতীয় দল ভাল পারফরম্যান্স করলে সেটাকে কুর্নিশ করে পাকিস্তান। ভারতীয় ক্রিকেটারদের প্রতি পাকিস্তানিদের আকর্ষণ কম নেই। যেভাবে ভারত একের পর এক ক্রিকেটার তুলে আনছে, তার প্রশংসা না করে উপায় নেই। আর বিরাট কোহলিকে মহান ক্রিকেটারের সম্মান দেয় পাকিস্তানের মানুষ। তবে বিরাটের থেকেও রোহিত শর্মাকে বড় ব্যাটসম্যান, আরও মহান ক্রিকেটার বলে মনে করে পাকিস্তান।’’
শোয়েবের কথায়, ‘‘এমন একজনও পাকিস্তানি নেই যে বলবে ভারতের দল ভাল নয়। পাকিস্তানিরা খোলাখুলি ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে থাকে। সাধারণ পাকিস্তানিদের কাছে বিরাট কোহলি বড় ক্রিকেটার, কিন্তু রোহিত শর্মা আরও বড়। পাকিস্তানের মানুষ বলেন, রোহিত ভারতের ইনজামাম উল হক।’’
আরও পড়ুন : বিরাটকে এবার আরও সাহসী দেখাবে: আক্রম
প্রাক্তন পাক স্পিডস্টার আরও বললেন, ‘‘আমাদের দেশের মানুষ ঋষভ পন্থের খেলাও খুব পছন্দ করে। যে দাপটের সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে তাতে ওর অনেক ভক্ত রয়েছে আমাদের দেশে। এখন তো সূর্যকুমার যাদবও তারকা। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে নামার আগে তাদের সম্পর্কে ভাল ধারণা নিয়েই হোমওয়ার্ক করার সুযোগ পাচ্ছে পাকিস্তান।’’
শোয়েব এটাও বলেছেন, তাঁর অনেক ভক্ত আছে ভারতে। দু’দেশের মধ্যে কখনও ঘৃণার রাজনীতি আনা উচিত নয়। প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্যের মধ্যেও একটা ভারসাম্য থাকা উচিত। প্রাক্তন পাক পেসারের কথায়, “আমার অনেক ভক্ত রয়েছে ভারতে। আগে যখনই ওদেশে গিয়েছি, আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কখনও দেশের বাইরে আছি বলে মনে হয়নি। তাই দুই দেশের সম্পর্কে কখনও ঘৃণার রাজনীতি আনা উচিত নয়।”