সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : করোনার প্রকোপ রুখতে এবার সপ্তাহে দু’দিন করে উদয়নারায়ণপুর ব্লকের সমস্ত দোকানপাট, হাটবাজার সহ সবকিছু বন্ধ থাকবে। সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই নিয়মবিধি থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া এই ব্লকের ১১টি পঞ্চায়েতের ২০৪টি গ্রামে সমস্ত কিছুই বন্ধ থাকবে।
আরও পড়ুন-পর্যটকহীন দিঘায় পরিযায়ী অতিথিরা
এরই সঙ্গে বাকি দিনগুলিতে প্রতিটি দোকান ও বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে উদয়নারায়ণপুর এলাকার মানুষদের কোভিড-বিধি মেনে চলার জন্য মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে প্রচার করছেন স্থানীয় বিধায়ক ও তৃণমূলের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান সমীর পাঁজা। এদিন উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড, বাজার, খিলা, বাজার, হরিশপুর মার্কেটের দোকানদার থেকে শুরু করে, পেঁড়ো, বসন্তপুর প্রভৃতি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেন বিধায়ক। কোভিড সংক্রান্ত সরকারি নির্দেশিকাও মানুষকে বুঝিয়ে বলেন তিনি।
অনেককে মাস্কও বিলি করেন। বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে বলেন বিধায়ক। তাঁর সঙ্গে ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, বিডিও প্রবীর শিট সহ আরও অনেকে।