বীরবাহার জুতো ধরে ক্ষমা চান শুভেন্দু

তাঁকে যে কদর্য ভাষায় শুভেন্দু আক্রমণ করেছে এর কোনো ক্ষমা নেই। বীরবাহার জুতো ধরে ক্ষমা চাইলে যদি শুভেন্দুর কিছুটা পাপস্খলন হয়।

Must read

প্রতিবেদন : রাজ্যের মন্ত্রী – জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদার জুতো ধরে ক্ষমা চাক শুভেন্দু অধিকারী। বীরবাহা শুধু রাজ্যের মন্ত্রী শুধু নন, তিনি একজন আদিবাসী মহিলা৷ তাঁকে যে কদর্য ভাষায় শুভেন্দু আক্রমণ করেছে এর কোনো ক্ষমা নেই। বীরবাহার জুতো ধরে ক্ষমা চাইলে যদি শুভেন্দুর কিছুটা পাপস্খলন হয়।

আরও পড়ুন-সাহিত্যগন্ধী ইদ সংখ্যা

এভাবেই আরও একবার শুভেন্দুকে ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, অখিল গিরি যা বলেছেন তা অত্যন্ত অন্যায়। দল সমর্থন করে না। মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দু যেভাবে বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদাকে জুতার নীচে থাকে বলে কুৎসিত আক্রমণ করেছেন তার ক্ষমা হয় না। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মেগা সভার আগে প্রস্তুতি হিসেবে সারা জেলা জুড়ে এখন চলছে মিটিং, মিছিল, কর্মিসভা।

আরও পড়ুন-ঘাতকের হাতে রক্তের দাগ…

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বার্তা দিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। আর এই পরিসরে তৃণমূলের আতসকাচের তলায় রয়েছে নন্দীগ্রাম । ফলে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত দলের মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে জিতে তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে, নন্দীগ্রামবাসীরা বাংলার মেয়েকেই চায়।

Latest article