সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুরে সরকারি হোমে থাকা এক অনাথ শিশুকে দত্তক নিল ইতালির দম্পতি। পরিবারে তাঁদের একটি সাত বছরের কন্যাসন্তান রয়েছে। তারপরেও আরও একটি সন্তান দত্তক নিতে ইতালির মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি। আন্তর্জাতিক দত্তক সংস্থা আফা-র হাত ধরে মেদিনীপুরের সরকারি হোম থেকে দত্তক নিলেন তিন বছরের শুভ সরেনকে। ভিসা, পাসপোর্ট সহযোগে বৈধ পদ্ধতিতে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে ফরাক্কা এনটিপিসির ঠিকাশ্রমিকেরা আসছেন চুক্তির আওতায়
পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে হস্তান্তর করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। সরকারি বালিকা ভবনে এমন অনেক অনাথ শিশু রয়েছে। তাদের অনেক নিঃসন্তান দম্পতি দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সরকারি নিয়ম অনুসারে দত্তক নিতে পারে। আন্তর্জাতিক দত্তক নেওয়া সংস্থা আফা-র মধ্যস্থতায় ইতালি থেকে এসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিলেন শুভকে। জানা গিয়েছে, মেদিনীপুরের সরকারি হোমে এখনও ১২ জন এরকম শিশু রয়েছে। তার মধ্যে দু’জন খুব শিগগিরই বেলজিয়াম যাবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। ইতালির ওই দম্পতি হলেন পেশায় ইঞ্জিনিয়ার এলবাস্তু রেবনি এবং তাঁর স্ত্রী গৃহবধূ এলিজাবেথ ফাক্ক। জেলাশাসক জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া মেনে দত্তক নিয়েছেন ইতালির দম্পতি। মাতৃত্বের স্নেহে বড় হোক শুভ। তার সঙ্গে যোগাযোগ থাকবে। ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা খোঁজখবর নিতে পারব, সে কেমন আছে।