সংবাদদাতা, রামপুরহাট : শহিদ স্মরণের দিন তিনি বিজেপির মঞ্চে ছিলেন। কিন্তু স্বজনহারা পরিবারের সেই মেজোভাই বানিরুল শেখ বুধবার গভীর রাতে অসুস্থ বোধ করলে পাশে দাঁড়াল সেই তৃণমূলই। বিজেপি নেতৃত্বের কাছ থেকে সাড়া না পেয়ে বানিরুলের ছেলে কিরণ অসহায় হয়ে ফোন করেন রামপুরহাটের এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
আরও পড়ুন-চিরকুট তৈরি হচ্ছে, সব সামনে আসবে : পার্থ
কিরণ বলেন, জিম্মিচাচাকে ফোন করে জানাই, বেড পাচ্ছি না। তিনি হাসপাতালে এসে ফোন করেন ও বেডের ব্যবস্থা করে দেন। এমএস ভি পি পলাশ দাস নিজে ফোন করে খোঁজখবর নেন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখাশোনা করেন। গরমে আব্বার বমি বমি ভাব ছিল, মাথা ঘুরছিল। এখন সুস্থ। বাড়ি নিয়ে যাচ্ছি। কিরণ জানান, বিজেপির কেউই আসেনি, খোঁজও নেয়নি। এই বানিরুল আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে ঢুকতে দিতে বাধা দিয়েছিলেন। জিম্মি বলেন, আশিসদা আমাদের নেতা। তাঁকে বিজেপির উসকানিতে অপমান করেছিল বানিরুল। কিন্তু ওর বিপদের দিনে রাজনৈতিক রঙ না দেখে পাশে দাঁড়িয়েছি।