নয়াদিল্লি, ১ মে : নবম দিনে পড়ল প্রতিবাদী কুস্তিগিরদের ধরনা। সোমবারও নিজেদের প্রতিবাদ অবস্থানে অনড় বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। কয়েক মাস পরে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। কিন্তু প্রস্তুতি না নিয়ে দিনের পর দিন ধরনা মঞ্চে কাটাচ্ছেন কুস্তিগিররা। সুতরাং প্রশ্ন উঠতে শুরু করেছে, এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগিররা কতটা সাফল্য পাবে।
আরও পড়ুন-হেরে সমর্থকদের ক্ষোভের মুখে মেসি
তবে বজরং পুনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে পদক জয়ের থেকেও বিচার পাওয়া তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাতজন অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সোমবার কুস্তিগিরজের ধরনায় শামিল হন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নবজ্যোত সিং সিধু। ইতিমধ্যেই তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যন্তর মন্তরে তাদের আন্দোলনে এসে পাশে থাকার আশ্বাস দিয়েছে।