প্রতিবেদন : নতুন ফুটবলার সই বা রেজিস্ট্রেশন করানোর উপর ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়েছে ইস্টবেঙ্গল। ফলে এক বিদেশি ফুটবলারকে কলকাতায় এনেও মেডিক্যাল টেস্টের পর তাঁকে রেজিস্ট্রেশন করাতে পারছে না ক্লাব। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নতুন নির্দেশ না পাঠানো পর্যন্ত এই রেজিস্ট্রেশন ব্যান বহাল থাকবে।
আরও পড়ুন-আরভিএমে ভোটদান, আপত্তি বিরোধীদের
নতুন লগ্নিকারী আসার আগে ক্লাবের তরফে চুক্তি করা ভারতীয় বংশোদ্ভূত ইরানের ফুটবলার ওমিদ সিংয়ের বকেয়া টাকা মেটাতে না পারায় ফের ফিফার রেজিস্ট্রেশন ব্যানের আওতায় পড়েছে ইস্টবেঙ্গল। নির্বাসন না ওঠা পর্যন্ত চলতি ট্রান্সফার উইন্ডোয় নতুন দেশি বা বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে তাঁকে খেলাতে পারবে না ক্লাব। শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘চেষ্টা চলছে সমস্যা সমাধানের। আশা করছি, বুধবারের মধ্যে ইতিবাচক কিছু একটা হবে।’’ ভারত থেকে ইরানে টাকা পাঠানোয় সমস্যা থাকায় ফেডারেশন এবং ফিফার মাধ্যমে ওমিদের বকেয়া টাকা পাঠানোর উদ্যোগ নিয়েছিল ইস্টবেঙ্গল। ফিফা যাতে ট্রান্সফার বা রেজিস্ট্রেশন ব্যান না করে তার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করে ইস্টবেঙ্গল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।