সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : সেবকের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে এখনও সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে পড়েছেন বহু পর্যটক। এরমধ্যেই সেবক কালি বাড়ির কাছে আরও এক জায়গায় ধসে এক সেনাকর্মীর মৃত্যু হয়। মৃত সেনাকর্মী রিঞ্জেন তামাং (২১) ভারতীয় সেনাবাহিনীর গোর্খা ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : আধুনিক প্রযুক্তিতে মাছ-মাংসের ব্যবসায় নামছে বেনফিশ

তিনি ছুটিতে সিকিমের বাড়িতে ফিরছিলেন। কিন্তু বৃষ্টির জেরে কালিঝোড়ার কাছে ধস নেমে রাস্তা বন্ধ থাকায় শালুগাড়া থেকে একটি অটো ধরে বাড়ির পথে রওনা হন। সেবক কালি বাড়ির কাছে পাহাড় থেকে বিশাল বোল্ডার তাঁদের অটোর ওপর এসে পড়ে। অটো রিকশা দুমড়ে মুছড়ে যায়। অটো চালক গণেশ বর্মন (৬০) গুরতর জখম হন।

আরও পড়ুন : মমতা-সহ অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ সোনিয়ার

রাতেই সেনা কর্মী রিঞ্জেন তামাং এর মৃত্যু হয়।
পর পর ধসের কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এসবের মধ্যেই পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে। সব মিলিয়ে এক আতঙ্কের পরিস্থিতি। তবে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। ভারী বোল্ডারে পাথরের টুকরো সরানোর কাজ চলছে। এক লেনের রাস্তা দিয়ে পর্যায়ক্রমে দুই দিকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির মধ্যেই পাথর মাটি সরিয়ে রাস্তার এক অংশ পরিস্কার করে যাতায়াত কিছুটা স্বাভাবিক করা হয় । রাস্তায় যানজট কমাতে শিলিগুড়ি ও কালিম্পোং প্রশাসন যৌথ ভাবে কাজ করছে। পিডব্লুডি ইঞ্জিনিয়র সুধাংশু সরকার জানিয়েছেন, ‘রাস্তার ওপর বড় পাথর পড়ে আছে। প্রাকৃতিক দুযোর্গের কারণে সেগুলি সড়াতে সময় লাগছে।’

Latest article