জিয়াগঞ্জে পুরসভার জলের লাইন বসাতে গিয়ে মাটি খুঁড়তেই মিলল রৌপ্যমুদ্রা

মাটি খোঁড়ার সময়েই হঠাৎই উদ্ধার হয় বহু প্রাচীন রুপোর মুদ্রা। এর পরেই মাটি খোঁড়া ফেলে মুদ্রাগুলি নিয়ে চম্পট দেয় কাজে নিযুক্ত ওই সব শ্রমিক

Must read

সংবাদদাতা, মুর্শিদাবাদ : মাটি খুঁড়তে বেরিয়ে এল একাধিক মূল্যবান রৌপ্যমুদ্রা! মুদ্রাগুলি অষ্টাদশ শতকের তৈরি বলে জানা গিয়েছে। রুপোর মুদ্রার এই সন্ধান মিলেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায়। রবিবার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার উদ্যোগে পানীয় জলের লাইন বসানোর জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। সেই কাজে নিযুক্ত ছিলেন ঠিকাদারের শ্রমিকরা। মাটি খোঁড়ার সময়েই হঠাৎই উদ্ধার হয় বহু প্রাচীন রুপোর মুদ্রা। এর পরেই মাটি খোঁড়া ফেলে মুদ্রাগুলি নিয়ে চম্পট দেয় কাজে নিযুক্ত ওই সব শ্রমিক।

আরও পড়ুন-জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রেকর্ড ভিড়, আলিপুরদুয়ারে জনজোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়

বিষয়টি জানাজানি হতেই তদন্ত শুরু করে জিয়াগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার এলাকার বেশ কয়েকজন শ্রমিকের কাছ থেকে মাটি খুঁড়ে পাওয়া ২২টি রুপোর মুদ্রা উদ্ধার করে তারা। মুদ্রাগুলি উদ্ধার করার পর সেগুলি পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেবে বলে জানায় জিয়াগঞ্জের পুলিশ। অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া এই মুদ্রাগুলি অষ্টাদশ শতকের গোড়ার দিকে দ্বিতীয় শাহ আলমের আমলে তৈরি হয়েছিল। এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালার কিউরেটর মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় এক ভরি করে ওজন প্রতিটি মুদ্রার। আনুমানিক ১৭১২ থেকে ১৭২০ সালের মধ্যে মুর্শিদাবাদেই তৈরি হয়েছিল এই মুদ্রাগুলি। সেই কারণে প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম।

Latest article