কাতারে ফিরছে জিদানের সেই স্ট্যাচু

আর মাত্র কয়েকটা মাস। তার পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপ উপলক্ষে কাতারে ফিরছে জিনেদিন জিদানের সেই বিতর্কিত স্ট্যাচু

Must read

দোহা, ৭ জুন : আর মাত্র কয়েকটা মাস। তার পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপ উপলক্ষে কাতারে ফিরছে জিনেদিন জিদানের সেই বিতর্কিত স্ট্যাচু। ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিতর্কিত ঘটনা আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অম্লান। ম্যাচ চলাকালীন মাথা গরম করে ইতালির মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো মেরে বসেছিলেন জিদান। এর ফলে লাল কার্ড দেখেছিলেন ফরাসি কিংবদন্তি।

আরও পড়ুন-জিয়াগঞ্জে পুরসভার জলের লাইন বসাতে গিয়ে মাটি খুঁড়তেই মিলল রৌপ্যমুদ্রা

২০১৩ সালে ফরাসি শিল্পী আদেল আবদেস সামাদ সেই বিতর্কিত ঘটনার একটি স্ট্যাচু তৈরি করেন। ১৫ ফুট উচ্চতার সেই ব্রোঞ্জের ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর কর্তৃপক্ষ। দোহায় সমুদ্রের ধারের রাস্তায় সেই স্ট্যাচু বসানোও হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের জন্য মাত্র তিন সপ্তাহ পরেই সেই ভাস্কর্য সরিয়ে নিতে বাধ্য হয় কাতার জাদুঘর কর্তৃপক্ষ!
যদিও ৯ বছর আগের সেই সিদ্ধান্ত বদলে ফের জিদানের সেই স্ট্যাচু ফিরিয়ে আনতে চলেছে জাদুঘর কর্তৃপক্ষ। তবে কোনও উন্মুক্ত স্থানে না রেখে এই ভাস্কর্য রাখা হবে দোহার নতুন ক্রীড়া জাদুঘরে।

Latest article