সংবাদদাতা, হুগলি : চোখের জলে শহিদ তাপসী মালিককে শ্রদ্ধা জানালো সিঙ্গুর। সোমবার ছিল তাপসী মালিকের মৃত্যুদিন। এদিন সিঙ্গুরের বাজেমেলিয়ায় তাপসী মালিকের মূর্তিতে মাল্যদান করেন সিঙ্গুর জমি আন্দোলনের শরিক কয়েক হাজার মানুষ।
আরও পড়ুন-নানা রটনায় ফের শিরোনামে দাউদ
২০০৬ সালের এই দিনটিতেই রাতের অন্ধকারে একদল বর্বর মানুষ তাঁকে ধর্ষণ করে খুন করে। সেই থেকেই এই দিনটি সিঙ্গুরের জমি আন্দোলনকারীরা শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন। সোমবার সকালে তাপসীর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না।
আরও পড়ুন-কোভিড আত.ঙ্কে ফিরছে মাস্ক
বেচারামবাবুর কথায়, সিপিএমের প্রত্যক্ষ মদতে যারা জমি অধিগ্রহণ করতে এসেছিল তাদের সামনে রুখে দাঁড়িয়েছিলেন জমি আন্দোলনকারীদের নেত্রী তাপসী মালিক। সেইদিন থেকেই সিপিএমের জল্লাদ বাহিনীর রাগ ছিল তাঁর উপর। পরিণতিতে জীবন দিতে হয় তাপসীকে। রাতের অন্ধকারে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয় তাঁকে। তারপর থেকেই আমরা এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করছি। আমাদের মুখ্যমন্ত্রী শহিদ তাপসী মালিক, রাজকুমার ভুলকে এবং অবশ্যই সিঙ্গুরের জমি আন্দোলনকে ইতিহাসের পাতায় স্থান দিয়েছেন। সিঙ্গুরের মানুষের মনে অম্লান থাকবে জমি আন্দোলনের সেই দিনগুলো। প্রত্যেক মানুষের মনে তাপসী মালিক এবং রাজকুমার ভুলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । মন্ত্রী বেচারাম মান্না তাপসীর বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন এবং সেখানেও শ্রদ্ধা জানিয়ে আসেন।