এবার ষষ্ঠ সমন, ১৯শে ইডির তলব কেজরিকে

আবারও দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল।

Must read

প্রতিবেদন : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি চেয়ে বারবার দাবি তুলছে বিজেপি। লোকসভা ভোটের আগে নিজেদের রাজনৈতিক জমি ফিরে পেতে বিজেপি নেতারা তাঁকে জেলে পুরতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ কেজরিওয়াল। অভিযোগ, বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। আর এই বিতর্কের মধ্যেই এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে ষষ্ঠবারের জন্য সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবারও দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় আছে বাউল বিতান

উল্লেখ্য, এই মামলায় আম আদমি পার্টির অনেক নেতা ইতিমধ্যেই জেলে রয়েছেন। কেজরিওয়াল সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও জেলে। একই মামলায় কেজরিকে প্রথম সমন – ২ নভেম্বর, ২০২৩, দ্বিতীয় সমন – ২১ ডিসেম্বর, ২০২৩, তৃতীয় সমন – ৩ জানুয়ারি, ২০২৪, চতুর্থ সমন – ১৮ জানুয়ারি, ২০২৪, পঞ্চম সমন – ২ ফেব্রুয়ারি, ২০২৪-তে পাঠানো হয়। ফের এ-মাসের ১৯ তারিখ তলব করা হল। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রতিটি সমনকেই বেআইনি ঘোষণা করে হাজিরা দেননি। সম্প্রতি এ-নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতে ইডির দাবি, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে সমন অগ্রাহ্য করেছেন। এই ধরনের উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তিরা যদি সমনে সাড়া না দেন এবং আইন না মানেন, তাহলে তা ভুল বার্তা দেয়। এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। এজেন্সির দাবি, তদন্ত এগিয়ে নিতে, অপরাধের প্রক্রিয়া খুঁজে বের করতে এবং অন্যান্যদের ভূমিকা খুঁজে বের করতে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ জরুরি। দিল্লির বিশেষ আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে।

Latest article