শহরবাসীর হয়রানি কমাতে পুরভবনেই ঠিকা দফতর

দীর্ঘদিন ধরে অকেজো কলকাতা পুরসভার শতাব্দীপ্রাচীন ছাপাখানার জায়গায় এবার বসবে রিজিওনাল ঠিকা কন্ট্রোলারের অফিস

Must read

প্রতিবেদন : দীর্ঘদিন ধরে অকেজো কলকাতা পুরসভার শতাব্দীপ্রাচীন ছাপাখানার জায়গায় এবার বসবে রিজিওনাল ঠিকা কন্ট্রোলারের অফিস। শহরের সাধারণ মানুষের হয়রানি কমাতে এবার ঠিকা সংক্রান্ত সমস্ত কাজ একই ছাদের তলায় করার উদ্যোগ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সেজন্য আগামী সপ্তাহেই ট্যাংরার রিজিওনাল ঠিকা কন্ট্রোলারের দফতর স্থানান্তরিত হবে পুরসভার কেন্দ্রীয় ভবনে। ব্রিটিশ আমলে পুরসভার কেন্দ্রীয় ভবনে প্রতিষ্ঠিত ছাপাখানার ঘরেই যাবতীয় জিনিসপত্র সরিয়ে বসবে ঠিকা কন্ট্রোলারের অফিস। তবে খুব ছোট করে হলেও ঐতিহ্যবাহী ছাপাখানাটিকে চালানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ জীবন সাহা।

আরও পড়ুন-এবার ষষ্ঠ সমন, ১৯শে ইডির তলব কেজরিকে

তিনি জানিয়েছেন, প্রিন্টিং প্রেসটির সেরকম কাজ বিশেষ নেই। তবে একেবারে বন্ধ হচ্ছে না এই ঐতিহ্যবাহী ছাপাখানাটি। খুব কম মেশিন নিয়ে অত্যন্ত ছোট পরিসরেই চলবে ওই প্রেস। প্রসঙ্গত, বহুবছর ধরেই কার্যত অচল হয়ে পড়ে রয়েছে পুরসভার ওই ছাপাখানা। প্রতিষ্ঠার সময় ব্রিটিশদের আনা দুটি বিদেশি ছাপার যন্ত্রও বর্তমানে অকেজো। ইংল্যান্ড ও জার্মানি থেকে নিয়ে আসা সেকেলে ছাপার মেশিন দুটি বর্তমানে ঠাঁই পেয়েছে কলকাতার টাউন হলে। সাধারণ মানুষের দেখার জন্যই টাউন হলের সংগ্রহশালায় রাখা হয়েছে মেশিন দুটি। গত শতকের গোড়ার দিকে ব্রিটিশদের হাতে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার এই ছাপাখানায় একসময় দুশোরও বেশি কর্মচারী নিয়ে কাজ চলত জোরকদমে। কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে প্রায় বন্ধই হয়ে পড়ে রয়েছে ওই ছাপাখানা। ২০১২ সালে তৎকালীন ছাপাখানা বিভাগের মেয়র পারিষদ তারক সিং ওই প্রিন্টিং প্রেসটিকে অত্যাধুনিক ছাপার যন্ত্রে সাজিয়ে নতুনভাবে কাজ শুরু করা নিয়ে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তখন সেই কাজ সম্ভব হয়নি।

Latest article