মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় আছে বাউল বিতান

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলা পরিষদের তত্ত্বাবধানে ১০ একর জায়গার উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে এই পর্যটন কেন্দ্র।

Must read

সংবাদদাতা, বোলপুর : মুখ্যমন্ত্রীর আসন্ন বীরভূম সফরকে কেন্দ্র করে গোটা জেলায় তৎপরতা শুরু হয়েছে। মুখিয়ে আছে বল্লভপুরের জঙ্গলে আমার কুটিরে নির্মিত বাউল বিতান। জেলায় এলে মুখ্যমন্ত্রী সাধারণত তাঁর এই প্রিয় জায়গাটিতেই ওঠেন।

আরও পড়ুন-প্রেমদিবসে নিজের বিশ্বরেকর্ড করা ৩২৭ ফুট লম্বা চিঠির সংরক্ষণ চান অনুপম

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলা পরিষদের তত্ত্বাবধানে ১০ একর জায়গার উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে এই পর্যটন কেন্দ্র। যেখানে তুলে ধরা হয়েছে শান্তিনিকেতনের কৃষ্টি ও সংস্কৃতিকে। তৈরি হয়েছে ৩২টি কটেজ। এ ছাড়াও থাকছে ক্যাফেটেরিয়া, ১০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, বাউল আখড়া, মুক্তমঞ্চ। সাধারণত এখানে বীরভূমের বিভিন্ন এলাকার বাউলশিল্পীদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়। পাশাপাশি হারিয়ে যেতে বসা নানা ধরনের লোকশিল্পকেও তুলে ধরা হয়। ফের মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় দিন গুনছে এই বাউল বিতান।

Latest article