স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

Must read

দেশের মধ্যে প্রথম পথ দেখাল বাংলা। এবার লাইসেন্স ও গাড়ির ব্লু বুক মিলবে স্মার্ট কার্ডে। নতুন নিয়মে লাইসেন্স পেতে শুধু পরীক্ষা দিতে যেতে হবে। পাশ করলেই বাড়িতে চলে আসবে লাইসেন্স। বৃহস্পতিবার বেলতলা মোটর ভেহিক্যালসে এই পরিষেবার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, এই স্মার্ট কার্ডে গাড়ির মালিকের সব তথ্য থাকবে। নতুন এই পরিষেবায় দেওয়া হবে দুটি স্মার্ট কার্ড। দুটি স্মার্ট কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক দেওয়া হবে। তার জন্য দিতে হবে অতিরিক্ত ৪০০ টাকা। অর্থাৎ প্রতি স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে। এমনিতে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে ৩৪০ টাকা খরচ করতে হয়। কিন্তু নতুন দুটি স্মার্ট কার্ড পরিষেবার জন্য বাড়তি ৪০০ টাকা করে খরচ করতে হবে। তবে, স্মার্ট কার্ড পাওয়ার জন্য আরটিও অফিসে যেতে হবে না। লাইসেন্স পরীক্ষা দেওয়ার টেস্ট দেওয়ার দু’দিনের মধ্যেই স্পিড পোস্ট মারফত বাড়িতে পৌঁছে যাবে স্মার্ট কার্ড।

আরও পড়ুন- ED-CBI ওকে জেলে ঢোকাবে: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ অভিষেকের

Latest article